আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় বাজেটে লক্ষণীয় ভাবে বাড়ল 'খেলো ইন্ডিয়া' প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ।
গত বছরের থেকেও এবার যুব কল্যাণ ও ক্রীড়া খাতে ৩৫১.৯৮ কোটি টাকা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাজেটে লাভবান হয়েছে ক্রীড়াজগৎ।
'খেলো ইন্ডিয়া' ভারত সরকারে একটি প্রকল্প। প্রতিভা অন্বেষণ, সেই প্রতিভার বিকাশে ভূমিকা রয়েছে এই প্রকল্পের।
২০২৫-২৬ আর্থিক বর্ষে 'খেলো ইন্ডিয়া' প্রকল্পে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বর্ষে বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৮০০ কোটি। অর্থাৎ এবার ২০০ কোটি টাকা বাড়ানো হয়েছে 'খেলো ইন্ডিয়া' প্রকল্পে।
সার্বিক ভাবে যুব কল্যাণ ও ক্রীড়া খাতে ৩, ৭৯৪.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত বারের থেকেও ৩৫১.৯৮ কোটি টাকা বেশি।
চলতি আর্থিক বছরে অলিম্পিক, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের মতো মেগা ইভেন্ট নেই। ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে সাহায্য করার জন্য অর্থ বাড়ানো হয়েছে এদিনের কেন্দ্রীয় বাজেটে। গতবার এই খাতে বরাদ্দ করা ছিল ৩৪০ কোটি টাকা। এবার বাড়িয়ে তা হয়েছে ৪০০ কোটি টাকা।
২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য উঠে পড়ে লেগেছে ভারত। সেই মেগা ইভেন্টের দিকে তাকিয়ে এখন থেকেই ক্রীড়া খাতে অর্থ বাড়ানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।
