আজকাল ওয়েবডেস্ক:‌ সামিকে ফেরাও। দাবি উঠেছে সর্বত্র। সেই সুর এবার শোনা গেল ওয়েস্ট ইন্ডিজের সোনালী যুগের তারকা অ্যান্ডি রবার্টসের গলায়। তিনি চান ব্রিসবেন টেস্টের আগেই সামিকে দলে নেওয়া হোক। রবার্টসের মতে বুমরাকে যোগ্য সহায়তা দিতে পারবে সামি। কারণ ওর বলে নিয়ন্ত্রণ আছে। সিরাজের থেকে সামি বেটার বলেই মনে করেন রবার্টস। তাঁর কথায়, ‘‌সামি ভারতের অন্যতম সেরা বোলার। সামি হয়ত বুমরার মতো অত উইকেট পাবে না। কিন্তু ধারাবাহিকভাবে উইকেট টু উইকেট বল করে যেতে পারবে। সুইং আছে। নিয়ন্ত্রণও আছে। সিরাজ কিন্তু সামির ধারেকাছে নয়।’‌


এডিলেড টেস্টের পরেই রোহিত জানিয়েছিলেন, তারা ১০০ শতাংশ সুস্থ সামিকে চান। এই মুহূর্তে সামি বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে খেলছেন। বাংলা কোয়ার্টার ফাইনালে উঠে গেল। বলের পাশাপাশি ব্যাট হাতেও শেষ ম্যাচে রান পেয়েছেন সামি। 


এদিকে, অধিনায়ক রোহিতের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন রবার্টস। এডিলেডে টস জিতে রোহিত কেন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তা বুঝতে পারছেন না রবার্টস। কিংবদন্তির কথায়, রোহিত হয়ত ভেবেছিলেন বড় রান তুলে বিপক্ষকে দ্রুত আউট করবেন। কিন্তু তা হয়নি। রবার্টসের কথায়, ‘‌ভারত কেন প্রথমে ব্যাট করতে গেল?‌ পারথে দুটো ইনিংসেই ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়াকে কম রানে আউট করে দিয়েছিল। তাই এডিলেডেও উচিত ছিল শুরুতেই বোলিং নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরা। মাথায় রাখতে হবে এটা ভারতীয় উইকেট নয়। উইকেটে বাউন্স রয়েছে। আর তুমি খেলছ এক স্পিনারে। তার উপর বোর্ডে রান নেই।’‌