আজকাল ওয়েবডেস্ক: রবিবার ঘরের মাঠে লিগ শিল্ড জয়ের ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান। দু'ম্যাচ বাকি থাকতেই ৫২ পয়েন্টে পৌঁছে গিয়েছে হোসে মোলিনার দল। প্লে অফের আগে বাকি দুটো ম্যাচ। শনিবার প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। খেলা বিপক্ষের ডেরায়। গত আইএসএলে এই মুম্বইকে হারিয়েই লিগ শিল্ড জিতেছিল আন্তনিয় হাবাসের বাগান। কিন্তু চ্যাম্পিয়নশিপ ম্যাচে ঘরের মাঠে হেরে যায়। এবার অবশ্য দুই ম্যাচ বাকি থাকতেই লিগ শিল্ড জিতে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। প্লে অফের আগে প্রস্তুতির প্রচুর সময় রয়েছে। কিন্তু তার আগে লিগের শেষ দুটো ম্যাচে দলের মোটিভেশন কী? হোসে মোলিনা মনে করছেন, পরিস্থিতি একটু অন্যরকম হলেও কোনও সমস্যা হবে না। জয়ের অভ্যাস ধরে রাখতে চান বাগানের কোচ। মোলিনা বলেন, 'আমি জানি লিগ শিল্ড জেতার আগের ম্যাচের থেকে এবার পরিস্থিতি আলাদা। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এখন হেলাফেলা করার সময় নয়। পরের দুই ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে। এই দুটো জেতার পর সেমিফাইনালে ফোকাস করতে চাই।'
পরের দুটো ম্যাচ শুধুই নিয়মরক্ষার। মুম্বই এবং গোয়া ম্যাচে কি নিয়মিত খেলার সুযোগ না পাওয়া প্লেয়ারদের দেখা যাবে? মোলিনার কথা শুনে মনে হল, খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চান না তিনি। প্লে অফের আগে জয়ের ধারা অব্যাহত রেখে দলের আত্মবিশ্বাস ধরে রাখতে চান। মোলিনা বলেন, ' চোট-আঘাতের ঝুঁকি এড়িয়ে আমরা লিগের শেষ দুটো ম্যাচ জেতার চেষ্টা করব। আমরা জয়ের অভ্যাস ধরে রাখতে চাই। সেটার জন্য যা প্রয়োজন, তাই করব।' দল নিয়ে খুব একটা খোলসা করতে চাননি বাগান কোচ। তবে বেশ কয়েকটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে। সাহাল ছাড়া সবাইকেই পাওয়া যাবে। সরাসরি প্লে অফে মাঠে ফিরবেন তিনি। তার আগে কোনও ঝুঁকি নিতে চান না মোলিনা। বাকি সবাইকেই মুম্বই ম্যাচে পাওয়া যাবে।
