আজকাল ওয়েবডেস্ক: নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হয়ে গিয়েছে। তিনটে টেস্ট সিরিজের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। টেবিলের ওপরের দিকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। কিছুটা পিছিয়ে পড়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে প্রথম দুটো স্থান দখল করে নিয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ওপেনিং ম্যাচ জেতার পর দুই দলের পয়েন্টের হার ১০০ শতাংশ। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে একটা জিতে এবং ড্র করে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। একটা ড্র করে এবং হেরে চতুর্থ স্থানে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান এখনও তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু করেনি।
শুরুতেই কিছুটা পিছিয়ে পড়েছে ভারত। প্রত্যাশা মতো রেজাল্ট পায়নি টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারায় টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ভারত। ভারতীয় ইনিংসে পাঁচজন সেঞ্চুরিয়ান থাকা সত্ত্বেও হার এড়াতে পারেনি। রেকর্ড জয় পায় ইংল্যান্ড। ৩৭১ রান তাড়া করতে নেমে প্রথম উইকেটেই জয়ের ভীত গড়ে দেন বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। শেষটা করেন জো রুট এবং জেমি স্মিথ। লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা এবং একাধিক ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয়। ম্যাচ শেষে শুভমন গিল মেনে নেন, ভারতের সুযোগ ছিল, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি। জানান, আরও বড় লক্ষ্য সেট করতে চেয়েছিলেন। কিন্তু লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় সেটা সম্ভব হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের ওপরের দিকে উঠে আসার চেষ্টা করবেন গিলরা। এজবাস্টন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানো লক্ষ্য। ১৭ জুন শ্রীলঙ্কার বাংলাদেশ সফর দিয়ে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। ২০২৭ সালে ফাইনাল।
