আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে স্লেজিং করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় দিন কোহলি ও শাকিবের মজার কথোপকথন ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কোহলি বাংলাদেশ তারকা শাকিবকে বলেছিলেন, 'তুমি আমার মাল্লি।'
গোড়ায় বাংলাদেশের অলরাউন্ডার বিষয়টা বুঝতে পারেননি। কোহলিকে প্রশ্ন করে বসেন। তখন বিরাট বলেন, ''তুমি মালিঙ্গা হয়ে গিয়েছ। ইয়র্কার দিতে থাক।''
কোহলির এহেন মন্তব্য শুনে হেসে ফেলেন শাকিব। স্ট্যাম্প মাইকে তাঁদের এই মজাদার কথাবার্তা ধরা পড়ে।
যাঁর প্রসঙ্গ উত্থাপ্পন করে কোহলি স্লেজ করেন শাকিবকে, সেই লাসিথ মালিঙ্গা কী বললেন দুই তারকার কথাবার্তা শুনে। দ্বীপরাষ্ট্রের প্রাক্তন বোলার ইয়র্কার দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। কোহলি আর শাকিবের কথাবার্তা শোনার পরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''গ্রেট ব্রাদার।''
চেন্নাই টেস্টে ভারত জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে। পাহাড়প্রমাণ রানের বোঝা বাংলাদেশের উপরে চাপিয়েছে ভারত। রবিবার বাংলার বাঘেরা কী করে, সেটাই এখন দেখার।
