আজকাল ওয়েবডেস্ক: টুর্নামেন্টের প্রথম থেকেই লক্ষ্য সেনের দুর্দান্ত ফর্ম অলিম্পিকে। পদকের আশা দেখাচ্ছিল ভারতকে। কিন্তু সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলার। রবিবার ডেনমার্কের ভিক্টর আলেক্সেনের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য।
আক্রমণাত্মক ভঙ্গিতেই ম্যাচ শুরু করেছিলেন তিনি। কিন্তু ভিক্টর টোকিও অলিম্পিকের পদকজয়ী শাটলার। সহজে ম্যাচ ছাড়ার পাত্র নন তিনি। প্রথম সেট সমানে সমানেই চলছিল। 18-12 পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। সেখান থেকে 20 পয়েন্টও পৌঁছে যান। কিন্তু গেম পয়েন্ট পাওয়ার সুযোগ থাকলেও সেখান থেকে সেট ছিনিয়ে নেন ভিক্টর। ম্যাচে থাকতে গেলে দ্বিতীয় সেট জিততেই হত। চাপের মুখে ভিক্টরকে 7-0 পয়েন্টে পিছিয়ে দিয়েছিলেন লক্ষ্য। কিন্তু তারপর পয়েন্ট নষ্ট করতে থাকেন।
সেই সুযোগেই এগিয়ে যান ভিক্টর। এর আগেও সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তরুণ লক্ষ্য চাপের মুখে দুটি সেটেই ম্যাচ হেরে যান। তবে লক্ষ্যের খেলার প্রশংসা করেন ভিক্টর। বলেন, 'আমার কেরিয়ারে এখনও পর্যন্ত লক্ষ্য সবথেকে কঠিন প্রতিপক্ষ। এখনও ওর কেরিয়ার অনেকটাই বাকি। আমি নিশ্চিত ও অনেক দূর যাবে।' তবে ব্যাডমিন্টন থেকে পদকের আশা এখনও শেষ হয়নি। ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন লক্ষ্য সেন।
আক্রমণাত্মক ভঙ্গিতেই ম্যাচ শুরু করেছিলেন তিনি। কিন্তু ভিক্টর টোকিও অলিম্পিকের পদকজয়ী শাটলার। সহজে ম্যাচ ছাড়ার পাত্র নন তিনি। প্রথম সেট সমানে সমানেই চলছিল। 18-12 পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। সেখান থেকে 20 পয়েন্টও পৌঁছে যান। কিন্তু গেম পয়েন্ট পাওয়ার সুযোগ থাকলেও সেখান থেকে সেট ছিনিয়ে নেন ভিক্টর। ম্যাচে থাকতে গেলে দ্বিতীয় সেট জিততেই হত। চাপের মুখে ভিক্টরকে 7-0 পয়েন্টে পিছিয়ে দিয়েছিলেন লক্ষ্য। কিন্তু তারপর পয়েন্ট নষ্ট করতে থাকেন।
সেই সুযোগেই এগিয়ে যান ভিক্টর। এর আগেও সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তরুণ লক্ষ্য চাপের মুখে দুটি সেটেই ম্যাচ হেরে যান। তবে লক্ষ্যের খেলার প্রশংসা করেন ভিক্টর। বলেন, 'আমার কেরিয়ারে এখনও পর্যন্ত লক্ষ্য সবথেকে কঠিন প্রতিপক্ষ। এখনও ওর কেরিয়ার অনেকটাই বাকি। আমি নিশ্চিত ও অনেক দূর যাবে।' তবে ব্যাডমিন্টন থেকে পদকের আশা এখনও শেষ হয়নি। ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন লক্ষ্য সেন।
