আজকাল ওয়েবডেস্ক: রিয়াল-সমস্যার নাম কিলিয়ান এমবাপে। প্যারিস সাঁ জাঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকে কিছুই ঠিকঠাক হচ্ছে না ফরাসি তারকার। মানসিক সমস্যায় ভুগছেন এমবাপে বলেই খবর ফরাসি সংবাদ মাধ্যমে। এর ফলে প্রভাবিত হচ্ছে তাঁর পারফরম্যান্স। 

রিয়ালে কার্লো অ্যানচেলোত্তি তাঁকে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন। অনভ্যস্থ পজিশনে খেলতে পারেন না ফরাসি তারকা। তার উপরে রিয়াল মাদ্রিদে পারফর্ম করার চাপ রয়েছে। সব মিলিয়ে ক্রমশ এমবাপের উপরে চাপ বাড়ছে। ফলে মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন এমবাপে।

ফরাসি দল থেকে ছিটকে গিয়েছেন তিনি। ব্যক্তিগত সমস্যা এবং মানসিক যন্ত্রণার সাঁড়াশি আক্রমণে এমবাপে তাঁর সেরাটা দিতে পারছেন না। ফরাসি সংবাদপত্রে লেখা হয়েছে, ''নেতা হওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এমবাপের মধ্যে। ফ্রান্সে এটাই ভাবাচ্ছে অনেককে। এমবাপেকে দেখে মনে হচ্ছে ও কোনও কিছুই উপভোগ করছে না।'' 

নেশনস লিগে ইতালি এবং ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচগুলোর জন্য ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ। সেখানে নাম নেই এমবাপের। এই সিদ্ধান্তে ফুটবলমহলে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, এমবাপে জাতীয় দলে যোগ দিতে প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে দেশঁ শেষ পর্যন্ত তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেন।