আজকাল ওয়েবডেস্ক: দাবার কোর্টে ভারতের জয়জয়কার। কয়েকদিন আগে ডি গুকেশ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন হলেন ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি। এবার নিয়ে দ্বিতীয়বার বিশ্ব র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন তিনি। টুর্নামেন্টের একেবারে শেষ রাউন্ডে আইরিন সুকন্দরকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন।
এর আগে ২০১৯ সালে বিশ্ব র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হাম্পি। পাঁচ বছর পরে বছরের একেবারে শেষে এসে চ্যাম্পিয়ন হলেন তিনি।
গতবছরও খেতাব জিততে পারতেন হাম্পি। সেবার রাশিয়ার দাবাড়ুর কাছে হার মানায় আর চ্যাম্পিয়ন হওয়া যায়নি হাম্পির পক্ষে। এবার চ্যাম্পিয়ন হয়ে তবেই থামলেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার।
এবার দাবা অলিম্পিয়াডে ব্যক্তিগত কারণে অংশ নিতে পারেননি হাম্পি। বিশ্ব র্যাপিড দাবায় ফিরলেন দারুণ ভাবে।
শেষ রাউন্ডে ছিলেন আরও ৭ জন। ১০ রাউন্ডের পর প্রত্যেকের কাছেই ছিল ৭.৫ পয়েন্ট। বাকি ম্যাচগুলো ড্র হয়, হাম্পি জেতেন শেষ রাউন্ডে এসে।
