আজকাল ওয়েবডেস্ক: এক দল লিগ শীর্ষে। আর এক দল সাতে। ইডেনে কলকাতার সামনে গুজরাট। যারা পয়েন্ট টেবিলের মগডালে বসে আছে। আর কলকাতা সাতে।
সোমবারের ম্যাচে কলকাতা টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। দলে রয়েছে বড়সড় চমক। প্রথমবার খেলতে চলেছেন রহমনুল্লা গুরবাজ। ওপেনিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও তিনি করবেন। বাদ গিয়েছেন কুইন্টন ডি’কক। প্রথম একাদশে আছে মঈন আলিও। কেকেআরের দল নির্বাচন দেখেই বোঝা যাচ্ছে উইকেট স্পিন সহায়ক। প্রথম এগারোয় বরুণ, নারাইন ছাড়াও আছেন মঈন। আগের ম্যাচের দল থেকে অনরিখ নর্টজেকেও বসিয়েছে কলকাতা।
দুই পেসার হিসেবে আছেন বৈভব অরোরা ও হর্ষিত রানা। তবে রানে না থাকা সত্ত্বেও আন্দ্রে রাসেলকে দলে রেখেছে কলকাতা। যা বোঝা যাচ্ছে ব্যাটিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কলকাতা খেলাবে অঙ্গকৃশ রঘুবংশীকে।
গুজরাট শনিবারের ম্যাচ জিতে কলকাতায় পা রেখেছে। স্বপ্নের ফর্মে আছেন গিল, বাটলাররা। সুতরাং লড়াই কেকেআরের বোলিং বনাম গুজরাটের ব্যাটিংয়ের।
