উত্তর-পশ্চিম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন সাব-হিমালয়ান অঞ্চলের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, সক্রিয় রয়েছে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা ঘূর্ণাবর্তটিও।
2
6
এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে শ্রীলঙ্কার উত্তর অংশ ও উপকূলীয় তামিলনাড়ু পেরিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর অভ্যন্তরভাগ পর্যন্ত প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
3
6
তবে জোড়া ঘূ্র্ণাবর্ত সত্ত্বেও বাংলায় শীতের প্রকোপ কমেনি। আপাতত কমবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কোচবিহার জেলায় এক-দু’টি স্থানে ঘন কুয়াশা দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে।
4
6
রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের এক-দু’টি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও অন্যত্র বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
5
6
দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে এবং উত্তরবঙ্গের এক-দু’টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল। উত্তরবঙ্গের এক-দু’টি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রেকর্ড করা হয়েছে এবং রাজ্যের বাকি অংশে তাপমাত্রা স্বাভাবিক।
6
6
শুক্রবার রাজ্যের মধ্যে সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজ্যের পার্বত্য অঞ্চল দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে।