শনিবারই হবে বছরের প্রথম উল্ফ সুপারমুন। এটিকে অনেকে সহজভাবে মেনে নিলেও একে কিন্তু একেবারে হেলাফলা করা যাবে না।
2
9
৩ জানুয়ারি অর্থাৎ শনিবারই হবে এই সুপারমুন। নাসার পক্ষ থেকে বলা হয়েছে পৃথিবীর অনেক কাছে থাকবে চাঁদ। ফলে সেখান থেকে এই পরিবেশ তৈরি হবে।
3
9
তবে এর পিছনে রয়েছে অন্য এক কারণও। কথিত রয়েছে এই সময় অনেকের জীবনে বিপর্যয় বয়ে নিয়ে আসবে। এই সময় শয়তানের শক্তি বেশি থাকবে। তাই তারা অনেককেই নিজের কাছে টানতে চাইবে।
4
9
এই সময় জঙ্গলের নেকড়েরা অনেক বেশি সক্রিয় হয়ে যায়। তারা এই শয়তানের আগমন অতি দ্রুত টের পায়। যারা তান্ত্রিক শক্তির সাধনা করে থাকেন তাদের কাছে এই দিনটি অতি গুরুত্বের।
5
9
অনেকে আকাশে এই সময়ের চাঁদকে দেখে আনন্দ করবেন সেটাই স্বাভাবিক। এর পিছনে বৈজ্ঞানিত যুক্তিও তাই বলছে। তবে অনেকে সেই কথা কিন্তু বলছেন না।
6
9
পরিষ্কার আকাশে এই সুপারমুনকে সাক্ষী রেখে অনেকে শয়তানের আরাধনা করবেন। তাদের প্রধান কাজই হবে অন্যদের ক্ষতি করা। সেই কাজের জন্য এটি একেবারে আদর্শ সময়।
7
9
চাঁদকে সাক্ষী রেখে এই সময় অনেকেই বাইরে নিজেদের কাজে ব্যস্ত থাকবেন। তবে তারই মধ্যে যারা নিজেদের কাজ করার তারা সেটি করে যাবেন। সেখানে অনেকের ক্ষতির পথ তৈরি হয়ে যাবে।
8
9
চাঁদ এই সময় পৃথিবী থেকে ২ লাখ ৫০ হাজার মাইল দূরে থাকবে। ফলে অন্যবারের তুলনায় সেটি হবে অনেক বড় আকারের। সকলে সেটি দেখে আনন্দ নিতেই পারেন তবে সাবধানে।
9
9
বিজ্ঞানের সঙ্গে কল্পনার মিল সহজে হয় না। যারা নিজের মতো করে এই সুপারমুনকে যেভাবে কাজে লাগাতে চাইবেন তাদের কাছে সেটি তেমনভাবেই ধরা দেবে।