২০২৫-এর বলিউড ছবি বলতে যতই নায়কেরা শিরোনামে আসুন না কেন, বছরের মাঝেই স্পষ্ট হয়ে গিয়েছে সে বছর ছিল আসলে ভিলেনদের বছর। এমন সব শক্তিশালী, রক্ত গরম করা, কখনও হিমশীতল আবার কখনও নিঃশব্দ ভয় ধরানো কিছু চরিত্র পর্দায় হাজির হয়েছে যে দর্শক নায়ক ভুলে গিয়েও খলনায়কদের নিয়েই বেশি আলোচনা করেছেন। বিশেষ করে ‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্নার রহমান ডাকাতের দাপট এমন জায়গায় পৌঁছেছে যে অনেকক্ষেত্রেই নায়ককে ছাপিয়ে গিয়েছে কুখ্যাতির ঝলক। চলুন, দেখে নেওয়া যাক ২০২৫-এ বড়পর্দায় দাপিয়ে বেড়ানো সেই সেরা ভিলেনদের তালিকা।
2
7
অক্ষয় খান্না (ছাভা ও ধুরন্ধর): ২০২৫ সাল নিঃসন্দেহে অক্ষয় খন্নার বছর। লক্ষ্মণ উটেকরের নির্দেশনায় ‘ছাভা’-তে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে তাঁর হিমশীতল, নিষ্ঠুর অথচ গভীর অভিনয় সমালোচক থেকে দর্শক- সবার প্রশংসা কুড়িয়েছে। তার পরেই আদিত্য ধরের স্পাই–অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’-এ রেহমান ডাকাত হয়ে তিনি যেন খলনায়ককে নতুন করে সংজ্ঞা দিলেন। এমন স্ক্রিন-প্রেজেন্স, এমন দাপট যা সরাসরি চোখে পড়ে গিয়েছে বক্স অফিসেও। বছরের সর্বোচ্চ আয়কারী ছবির বড় অংশ জুড়ে নাম উজ্জ্বল তাঁরই।
3
7
গজরাজ রাও (জলি এলএলবি ৩): গজরাজ রাওয়ের অভিনীত হরিভাই খৈতান, এক ধূর্ত শিল্পপতি যিনি অর্থ, প্রভাব আর ক্ষমতার জোরে আইনকেও নিজের সুবিধামতো ব্যবহার করেন। চিৎকার নয়, নাটকীয় বাড়াবাড়ি নয় বরং ‘নীরব ভয়’ সৃষ্টি করা পারফরম্যান্সেই তিনি বুঝিয়ে দিয়েছেন, বাস্তবের মতো বিশ্বাসযোগ্য খলনায়ক কতটা ভীতিপ্রদ হতে পারে। ‘জলি এলএলবি ৩’-এর আদালত কাঁপানো উত্তাপে তিনিই অন্যতম বড় চালক শক্তি।
4
7
অর্জুন রামপাল (ধুরন্ধর): ‘ধুরন্ধর’-এর আড়ালে থাকা আতঙ্কের আরেক নাম অর্জুন রামপাল। আইএসআই অফিসার মেজর ইকবালের চরিত্রে তাঁর অভিনয় জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু নিঃশব্দে কাঁপিয়ে দেওয়ার মতো। ঠান্ডা, হিসেবি, নির্মম ঠিক সেই কারণেই এই চরিত্র মনে থেকে যাওয়ার মতো। জানা যাচ্ছে, সিক্যুয়েলেও তাঁর ফেরার সম্ভাবনা প্রবল।
5
7
রীতেশ দেশমুখ (রেইড ২): কমেডির পরিচিত মুখ হলেও বহুদিন ধরেই প্রমাণ দিয়েছেন তাঁর বহুমুখী অভিনেতা হয়ে ওঠার ক্ষমতা। ‘রেইড ২’-এ এক চতুর, ভয়ংকর প্রভাবশালী রাজনীতিকের ভূমিকায় তাঁর অভিনয় যেন নতুন উচ্চতা ছুঁয়েছে। ধারালো সংলাপ, ছকবদ্ধ চাল, আর অভিনয়ের হিসেবি তীক্ষ্ণতা সব মিলিয়ে ২০২৫-এর অন্যতম আলোচিত ভিলেন হয়ে উঠেছেন রীতেশ।
6
7
রনদীপ হুডা ( জাট): ‘মনসুন ওয়েডিং’ থেকে ‘হাইওয়ে’, ‘সরবজিৎ’, হলিউডের ‘এক্সট্র্যাকশন’, প্রতিটি চরিত্রেই নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন রনদীপ। ২০২৫সালে ‘জাট’-এ তাঁর নির্মম, নিষ্ঠুর, ভারী উপস্থিতি যেন পর্দা ফুঁড়ে বেরিয়ে এসেছে। অনায়াস অথচ তীব্র শক্তিশালী অভিনয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন বলিউডে ভিলেন মানেই এখনও তিনিই অন্যতম সবচেয়ে বিপজ্জনক নাম।
7
7
২০২৫-এ বারবার প্রমাণিত হয়েছে নায়কের জৌলুস যতই থাকুক, খলনায়কই গল্পকে ধারালো করে, সিনেমাকে স্মরণীয় করে। ২০২৫-এ যাঁরা ভয়ের পাশাপাশি উত্তেজনা, ক্ষোভ, আর রোমাঞ্চের অনুভূতি একসঙ্গে জাগালেন, তাঁরাই এই বছরের সত্যিকারের গেম-চেঞ্জার।