ক্যামেরার সামনে পুরো নগ্ন! শুটিং ফ্লোরে কোন ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন সায়নী গুপ্ত?
নিজস্ব সংবাদদাতা
২ জানুয়ারি ২০২৬ ১৪ : ৩৮
শেয়ার করুন
1
5
বাঙালি অভিনেত্রী সায়নী গুপ্ত এক সাক্ষাৎকারে সাড়া জাগানো মন্তব্য করে নেটপাড়ায় চর্চায় উঠে এসেছেন। তিনি জানিয়েছেন, অভিনয়ের স্বার্থে তাঁকে ক্যামেরার সামনে নগ্ন হতে হয়েছিল। সঙ্গে সেই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল, তা-ও জানান সায়নী।
2
5
অভিনেত্রীর কথায়, "আমি যখন চরিত্রের খাতিরে নগ্ন হয়েছিলাম, তখন দুটি ক্যামেরা চলছিল। সেটে কম সংখ্যক হলেও লোক ছিল, কিন্তু সবাই পুরুষ। ওদের সামনে নগ্ন হয়ে শুটিং করতে একটুও অস্বস্তি হয়নি। কারণ, ওরা সেই অনুভূতিটা আমার মনে আসতেই দেয়নি। খুবই সাবলীল ছিল চারপাশের পরিবেশটা। যার ফলে আমার মনে ভয় ছিল না, বরং বিশ্বাস ছিল।"
3
5
কিন্তু এর আগে শুটিং সেটের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে সায়নী বিনোদন জগতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, কাজের জায়গায় এক সহ-অভিনেতার হাতে তাঁকে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল।
4
5
ঘটনাটি ঠিক কী ঘটেছিল? সয়নী জানিয়েছিলেন, একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক 'কাট' বলার পরেও ওই সহ-অভিনেতা তাঁকে চুম্বন করা বন্ধ করেননি। পরিচালক দৃশ্যটি শেষ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই অভিনেতা সায়নীর উপর জোরজবরদস্তি করে যান। অভিনেত্রী এই ঘটনায় এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যে সেই মুহূর্তে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।
5
5
সায়নী আরও জানান যে, এই ধরনের আচরণ পেশাদারিত্বের সব সীমা লঙ্ঘন করে। শুটিং সেটে মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, সেটে 'কনসেন্ট' বা সম্মতির গুরুত্ব সবথেকে বেশি, যা ওই অভিনেতা সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিলেন।