আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে জশপ্রীত বুমরাহ প্রতিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেন। নেটে তাঁকে বশ করা শুধু কঠিন নয়, কঠিনতম কাজ। যে সে নন, লোকেশ রাহুলের মতামত এরকমই। 

কিন্তু আসন্ন মরশুমে বুমরাহ ছাড়বেন না লোকেশ রাহুলকে। এমনটাই ধারণা ভারতীয় তারকার। লোকেশ রাহুল বলেছেন, ''পরবর্তী নেটে বুমরাহ আমার মাথা ফাটিয়ে দেবে বা পায়ের পাতা ভেঙে দেবে। আমি কিছু বলতে চাই না। নো কমেন্টস।''   

আইপিএলে বুমরাহর বিরুদ্ধে ১৪টি ইনিংসে মোকাবিলা করেছেন রাহুল। এই বোলারের বিরুদ্ধে ১১৮টি ডেলিভারিতে ১৪৬ রান করেন বুমরাহর বিরুদ্ধে। আইপিএল কেরিয়ারে বুমরাহ দু' বার আউট করেন রাহুলকে। 

রাহুল বলেন, নেটেও বুমরাহ পছন্দ করেন না তাঁকে কেউ মারুন। লোকেশ রাহুল বলেছেন, ''খুব রেগে যায়। নেটে ওকে মারলেও মেনে নিতে পারে না।'' 

লোকেশ রাহুল জানান, বুমরাহকে নেটে খেলেন বলে তাঁর বোলিং অ্যাকশন সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। কিন্তু প্রতিপক্ষের ব্যাটারদের পক্ষে বুমরাহকে সামলানো খুবই কঠিন। 

রাহুল বলেন, ''ও তো দাঁত পিষতেই থাকে। যখনই দেখবেন, ওরকম দাঁত পিষছে, তখনই মনে করবেন ও লড়াইয়ের জন্য তৈরি। কখনও কখনও বুমরাহকে বলতে হয়, বুমরাহ ব্রাদার আমরা কিন্তু একই টিমে। নেটে উইকেট নিলেও তা কিন্তু গোণা হবে না। তখন হাসতে শুরু করে। আমি তো ওকে বলি, বস তোমাকে খেলা কঠিন। দুর্দান্ত তুমি। চিন্তা করো না। একটু ধীরে বল করো।'' 

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার চ্যালেঞ্জ সম্পর্কে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান কেএল রাহুল। 
তাঁর উপলব্ধি আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও আইপিএল কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রাহুল জানিয়েছেন, আইপিএলের শেষে তিনি ক্লান্ত হয়ে পড়েন। 
লোকেশ রাহুল আলাদা করে উল্লেখ করেছেন, আইপিএলে অধিনায়করা অবিশ্বাস্য চাপের মুখোমুখি হন। তিনি যোগ করেছেন, যাঁরা খেলাধুলোর বাইরের জগৎ থেকে আসেন, তাঁদের কাছে জবাবদিহি করতে হয় ক্রিকেটারদের। সবাই মনে করছেন লোকেশ রাহুল বোধহয় ঘুরিয়ে লখনউ সুপার জায়ান্টস-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে বিঁধলেন। 
এক সাক্ষাৎকারে লোকেশ রাহুল জানিয়েছেন, প্রতিটি সিদ্ধান্তের জন্য অধিনায়কদের প্রশ্নের মুখে পড়তে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তা হয় না। নির্বাচক ও কোচরা বুঝতে পারেন। কারণ তাঁরাও কোনও না কোনও সময়ে খেলেছেন।

লখনউ সুপার জায়ান্টস ছেড়ে গতবার দিল্লি ক্যাপিটালসে চলে আসেন রাহুল। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মাঠের ভিতরে ধমকাচ্ছেন রাহুলকে, এমন দৃশ্য ভাইরাল হয়ে যায়। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে রাহুল বলেছেন, বাইশ গজে কী চলে, তা ক্রিকেটের বাইরের লোকেদের বোঝা সম্ভব নয়। 

রাহুল বলছেন, ''আইপিএলে একজন অধিনায়ক হিসেবে আমার কাছে যা কঠিন মনে হয়েছে,  তা হল, কতগুলো মিটিং করতে হবে, মালিকানা স্তরে পর্যালোচনা করতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে। আইপিএল শেষে আমি উপলব্ধি করেছি, ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলার থেকে মানসিক এবং শারীরিক দিক থেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছি।"