আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার চ্যালেঞ্জ সম্পর্কে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান কেএল রাহুল। 
তাঁর উপলব্ধি আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও আইপিএল কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রাহুল জানিয়েছেন, আইপিএলের শেষে তিনি ক্লান্ত হয়ে পড়েন। 
লোকেশ রাহুল আলাদা করে উল্লেখ করেছেন, আইপিএলে অধিনায়করা অবিশ্বাস্য চাপের মুখোমুখি হন। তিনি যোগ করেছেন, যাঁরা খেলাধুলোর বাইরের জগৎ থেকে আসেন, তাঁদের কাছে জবাবদিহি করতে হয় ক্রিকেটারদের। সবাই মনে করছেন লোকেশ রাহুল বোধহয় ঘুরিয়ে লখনউ সুপার জায়ান্টস-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে বিঁধলেন। 
এক সাক্ষাৎকারে লোকেশ রাহুল জানিয়েছেন, প্রতিটি সিদ্ধান্তের জন্য অধিনায়কদের প্রশ্নের মুখে পড়তে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তা হয় না। নির্বাচক ও কোচরা বুঝতে পারেন। কারণ তাঁরাও কোনও না কোনও সময়ে খেলেছেন। 

লখনউ সুপার জায়ান্টস ছেড়ে গতবার দিল্লি ক্যাপিটালসে চলে আসেন রাহুল। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মাঠের ভিতরে ধমকাচ্ছেন রাহুলকে, এমন দৃশ্য ভাইরাল হয়ে যায়। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে রাহুল বলেছেন, বাইশ গজে কী চলে, তা ক্রিকেটের বাইরের লোকেদের বোঝা সম্ভব নয়। 

রাহুল বলছেন, ''আইপিএলে একজন অধিনায়ক হিসেবে আমার কাছে যা কঠিন মনে হয়েছে,  তা হল, কতগুলো মিটিং করতে হবে, মালিকানা স্তরে পর্যালোচনা করতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে। আইপিএল শেষে আমি উপলব্ধি করেছি, ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলার থেকে মানসিক এবং শারীরিক দিক থেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছি।" 

লোকেশ রাহুলের সংযোজন, ''কোচ, অধিনায়কদের ক্রমাগত প্রশ্ন করা হয়। একটা সময়ের পরে মনে হয়, প্রশ্ন করা হচ্ছে কেন এই পরিবর্তনগুলো আনা হল? কেন প্রথম একাদশে ওকে রাখা হল? কেন প্রতিপক্ষ ২০০ রান করল আর আমরা ১২০ রানও পেরোলাম না। ওদের বোলাররা বেশি স্পিন পেল কেন?''

আন্তর্জাতিক ফরম্যাটে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় না সংশ্লিষ্ট কোচ ও অধিনায়ককে। রাহুল বলছেন, ''এই ধরনের প্রশ্নের সামনে কখনওই পড়তে হয় না আন্তর্জাতিক ক্রিকেটে। কী হচ্ছে সবটাই কোচরা জানে। কোচ ও নির্বাচকদের কাছে কেবল জবাবদিহি করতে হয়। তারা নিজেরাও ক্রিকেট খেলেছে এবং ক্রিকেটের ব্যাপার স্যাপার সবটাই বোঝেন।'' 

এগিয়ে আসছে আগামী বছরের আইপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে। ডিসেম্বরে আবু ধাবিতে হবে মিনি নিলাম। বেজে গিয়েছে আইপিএলের দুন্দুভি। যে সমস্যার কথা তুলে ধরেছেন লোকেশ রাহুল, সেই চেনা সমস্যা নিয়ে আইপিএল ফের ধরা দেবে লোকেশ রাহুলের সামনে।