আজকাল ওয়েবডেস্ক: যেমন ভাবা হয়েছিল, তেমনই হল। দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়লেন কেএল রাহুল। বেঙ্গালুরুতে দুর্দান্ত ইনিংসের পুরস্কার পেলেন সরফরাজ খান। রাহুলকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন না গৌতম গম্ভীর। কিন্তু আর কোনও বিকল্প না থাকায় কোপ পড়ল তারকা ক্রিকেটারের ওপর। চোট সারিয়ে দলে ফেরেন শুভমন গিল। দলে তিনটে পরিবর্তন করা হয়েছে। মহম্মদ সিরাজের জায়গায় দলে ফেরেন আকাশ দীপ। কুলদীপ যাদবের পরিবর্তে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। ব্যাটিং বিকল্প বাড়াতেই দলে সুযোগ পেলেন ভারতীয় অলরাউন্ডার। পুনেতে কালো মাটির পিচ। অর্থাৎ উইকেট থেকে সুবিধা পাবে স্পিনাররা। সেই কথা মাথায় রেখেই তিন স্পিনার নেওয়া হয়েছে। প্রথম সেশনেই তার উপকারিতা টের পান রোহিতরা। জোড়া উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। 

পুনেতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের শেষে ২ উইকেট হারিয়ে কিউয়িদের রান ৯২। দুটো উইকেটই নেন অশ্বিন। বেঙ্গালুরুতে বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে গেলেও, এদিন ম্যাচ সঠিক সময়ই শুরু হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর পর পুনেতেও ব্যর্থ টম লাথাম। মাত্র ১৫ রানে ফেরেন কিউয়ি অধিনায়ক। উইল ইয়ংকেও প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। ৪৭ রানে অপরাজিত ডেভন কনওয়ে। উইকেটের অন্য প্রান্তে রয়েছেন রচিন রবীন্দ্র। প্রথম টেস্টে তাঁর ব্যাটেই প্রত্যাবর্তন করেছিল নিউজিল্যান্ড। ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এই জুটির দিকেই তাকিয়ে ব্ল্যাক ক্যাপসরা।