আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে বৃষ্টির ভ্রুকুটি। সপ্তাহান্তে শহরে বুজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যা কলকাতায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ ভেস্তে দিতে পারে। আইপিএলে নাইটদের সঙ্গে আরসিবি এবং চেন্নাই সুপার কিংস ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ অনেক আগে থেকেই চড়তে শুরু করেছে। ইডেনে এই দুটোই সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ। তবে তার আগে অশনি সংকেত দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস হতাশ করবে কেকেআর ভক্তদের। মঙ্গলবার থেকেই তার একটি আঁচ পাওয়া গেল। এদিন দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ ছিল নাইটদের। কিন্তু বৃষ্টির জন্য মাঝপথে খেলা ভেস্তে যায়। প্রথম ইনিংস শেষ হওয়ার পর হালকা বৃষ্টি নামে। সঙ্গে সঙ্গেই পুরো মাঠ ঢেকে দেওয়া হয়। আর চারদিন পরই শুরু আইপিএল। তাই কোনও ঝুঁকি নেওয়া হয়নি। খেলা পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় ইনিংস শুরু করা সম্ভব হয়নি।
আগের বুধবার থেকে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করেছে কেকেআর। শনিবার নিজেদের মধ্যে প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলে নাইটরা। নজর কাড়েন এক অবাছাই ক্রিকেটার। ওপেন করতে নেমে ২৩ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলেন লুভনিথ সিসোদিয়া। আইপিএলের মেগা নিলামে তাঁকে মাত্র ৩০ লক্ষতে নিয়েছিল কেকেআর। তার আগে ২০২২ সালে বেস প্রাইজ ২০ লক্ষতে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আরসিবির জার্সিতে একটি ম্যাচ খেলারও সুযোগ হয়নি। এবার বেগুনি জার্সিতে অভিষেক হলেও হতে পারে। প্রথম প্র্যাকটিস ম্যাচে রান পান আন্দ্রে রাসেল, কুইন্টন ডি কক এবং রিঙ্কু সিংও। মঙ্গলবার সকালে আইপিএলের ফটোশুট রয়েছে নাইটদের। তারমধ্যেই থাকছে জিম সেশন। বিকেল পাঁচটা থেকে ইডেনে প্র্যাকটিস সারবে কেকেআর।
