আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে জায়গা হয়নি তাঁর। এদিকে, প্রথম টেস্টে শোচনীয় হারের পর দ্বিতীয় ম্যাচেও হারের মুখে দাঁড়িয়ে আছে টিম ইন্ডিয়া।

বিরাট অঘটন না ঘটলে সিরিজ বাঁচানো মুশকিল ভারতের পক্ষে। এই পরিস্থিতিতে দলে সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার করুণ নায়ার।

সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে নিজের হতাশা প্রকাশ করলেন এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার। ইংল্যান্ড সফরে দলে সুযোগ পেলেও পরে আবার বাদ পড়েন তিনি।

এক্স হ্যান্ডেলে নায়ার একটি পোস্টে লেখেন, ‘কিছু পরিবেশ আছে যা হৃদয়ের মতো পরিচিত… আর সেখানে মাঠে নেমে খেলতে না পারার নীরবতাই সবচেয়ে বেশি কষ্ট দেয়।’

টেস্ট দল থেকে বাদ পড়ার পরও রঞ্জি ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন করুণ নায়ার। কর্ণাটকের হয়ে মাত্র পাঁচ ম্যাচে তিনি ইতিমধ্যেই ৬০০-র বেশি রান করে ফেলেছেন, তাও গড় ১০০-এর উপরে।

কিন্তু তারপরও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নির্বাচকদের বিবেচনায় তিনি আসেননি। বরং ভারতীয় দল কলকাতা টেস্টে তিন নম্বরে সুযোগ দেয় ওয়াশিংটন সুন্দরকে। এরপর গুয়াহাটি টেস্টে সুযোগ পান সাই সুদর্শন।

অন্যদিকে, শুভমান গিল ঘাড়ের চোটে ছিটকে যাওয়ার পর ভারতের ব্যাটিং আরও অনভিজ্ঞ হয়ে পড়েছে। তিন নম্বরে সুদর্শন ও চার নম্বরে ধ্রুব জুরেল সুযোগ পেলেও নিজেদের সেরা খেলাটা খেলতে পারছেন না, ফলে সিরিজে চাপে পড়ে গিয়েছে ভারত।

উল্লেখযোগ্যভাবে, শেষবার ভারত প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ৪০০+ রান দেওয়ার পর ম্যাচ জিতেছিল ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানে চেন্নাইয়ে করুণ নায়ার করেছিলেন স্মরণীয় ত্রিশতরান।

কিন্তু ঐশ্বরিক পারফরম্যান্সের পরও নায়ারকে খুব বেশি সুযোগ দেওয়া হয়নি। ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের মধ্যে তিন ও ছয় নম্বর পজিশনে ব্যাট করতে পাঠানো হয়, তারপরই বাদ।

এর আগেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়ার কারণ নিয়ে প্রশ্ন উঠলে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, ‘খোলাখুলি বললে, আমরা করুণের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলাম। তিনি চারটি টেস্ট খেলেছেন, এবং আপনারা একটি ইনিংসের কথা বলছেন। আমরা মনে করি, এই মুহূর্তে পাডিক্কলকে আরও ভাল মনে হয়েছে। ইচ্ছা ছিল সবাইকে ১৫-২০টা টেস্ট দেওয়ার।’

বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতের মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতার মাঝে অভিজ্ঞ করুণ নায়ার কি বেশি কার্যকর হতে পারতেন? তরুণ প্রতিভা সাই সুদর্শন বা ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হলেও, সিরিজে ভারতের অবস্থান ক্রমেই সঙ্কটজনক। পরপর দু’বার ঘরের মাঠে হোয়াইটওয়াশের সম্ভাবনা বাড়ছে, পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার পথও কঠিন হয়ে উঠছে।