আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বজয়ী ক্রিকেটার তিনি। মহিলাদের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করেছিলেন জেমাইমা রডরিগেজ। আর এই ইনিংস খেলার পরেই ঘটেছিল এক অদ্ভূত কাণ্ড। জেমাইমার হোয়াটসঅ্যাপে একের পর এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। যার জেরে বিরক্ত হয়ে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিয়েছিলেন জেমাইমা। 


একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে জেমাইমা জানিয়েছেন, ‘‌আমি জানি না, কীভাবে অসংখ্য অচেনা লোক আমার নাম্বার পেয়েছিল। আমি বাড়িয়ে বলছি না, তবে হোয়াটসঅ্যাপে ১০০০–টার বেশি মেসেজ ঢুকেছিল। ম্যাচে এত কিছু ঘটেছিল যে, আমি এই বিষয়টা বুঝেই উঠতে পারছিলাম না। মাঠে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু তখনও বিশ্বকাপ শেষ হয়নি, ফাইনালের প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ভাল খেলে ভারতকে জিতিয়েছি ঠিকই, তবে বিশ্বকাপ জেতার মজাই আলাদা।’‌ 


জেমাইমা এটাও জানিয়েছেন, এত মেসেজ ঢুকছিল বা ফোন আসছিল যে, মনঃসংযোগ করা সমস্যা হচ্ছিল। সেই কারণে ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে দিতে বাধ্য হন তিনি। জেমাইমার কথায়, ‘‌আমি কোনও মেসেজ পড়ছিলাম না। তবে ফোন ক্রমাগত বেজেই যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে, লোকে আমাকে মেসেজ করছিল। কিন্তু আমি বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি নিতে চেয়েছিলাম। তাই বিরক্ত হয়ে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিই। ফাইনাল পর্যন্ত আর ইনস্টল করিনি।’‌ তবে হোয়াটসঅ্যাপ সরিয়ে দেওয়ার আগে ঘনিষ্ঠ কয়েকজনকে জানিয়ে দেন।


জেমাইমা জানিয়েছেন বিশ্বকাপ চলাকালীন সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখেছিলেন জেমাইমা। চ্যাম্পিয়ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ফেরেন। আর সেখানে ঢুকে দেখেন, তাঁর নিজের নামে পোস্টে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে। তিনি বলেন, ‘‌আমি কখনও এরকম অবস্থা দেখিনি। এখনও ইনস্টাগ্রাম ঘাঁটলে নিজের ভিডিও চলে আসে। যেখানে হয় আমার পারফরম্যান্স বা আমাকে নিয়ে কথা চলছে।’‌