আজকাল ওয়েবডেস্ক: বন্ধু স্মৃতি মান্ধানার বিয়ে পিছিয়ে গিয়েছে। হাসপাতালে ভর্তি ছিল তাঁর বাবা। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় তারকা। এই সময়ে বন্ধুর পাশে থাকার সিদ্ধান্ত নিলেন জেমাইমা রডরিগেজ। ডব্লুবিবিএলের বাকি ম্যাচের জন্য ফিরছেন না তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার সেটা জানিয়ে দেয় ব্রিসবেন হিট। ফ্র্যাঞ্চাইজির থেকে ভারতে থেকে যাওয়ার অনুমতি নিয়েছেন। ১০ দিন আগে হোবার্ট হ্যারিকেনের বিরুদ্ধে ম্যাচের পর স্মৃতির বিয়েতে যোগ দিতে ভারতে আসেন জেমাইমা। কিন্তু মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত হয়ে যায়। বন্ধুর পরিবারের পাশে থাকতে আর টি-২০ টুর্নামেন্টে ফিরছেন না। জেমাইমার এই সিদ্ধান্তকে সম্মান জানায় ফ্র্যাঞ্চাইজি। তবে হতাশ সমর্থকরা। ফ্র্যাঞ্চাইজির সিইও টেরি ভেনসন জানান, আরও বেশি সময়ের জন্য জেমাইমাকে চেয়েছিলেন তাঁরা। 

নিলামে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে তাঁকে কিনেছিল ব্রিসবেন। কিন্তু তাঁদের কাছে গুরুত্বপূর্ণ জেমাইমার সিদ্ধান্ত। ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে বলা হয়েছে, 'সময়টা জেমির জন্য চ্যালেঞ্জিং। তাই দুর্ভাগ্যবশত আর ডব্লুবিবিএলের বাকি ম্যাচে অংশ নেবে না। ও ভারতে থাকতে চায়। আমরা ওর অনুরোধ মেনে নিয়েছি। হিট ক্লাবের পক্ষ থেকে জেমাইমা এবং স্মৃতি মান্ধানার পরিবারের জন্য শুভেচ্ছা রইল। জেমি আমাদের জানিয়েছে, ফিরে আসতে না পেরে ও হতাশ। হিট ক্লাবের বাকিদের জন্য বার্তা দিয়েছে। সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছে।' স্মৃতির সঙ্গে জেমাইমার সম্পর্ক খুব ভাল। দু'জন প্রাণের বন্ধু। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দু'জনের ভিডিও দেখা যায়। এমন পরিস্থিতিতে প্রিয় বন্ধুকে ছেড়ে আসার কথা ভাবতে পারেননি জেমি। একেই বলে বন্ধুত্ব। প্রসঙ্গত, প্রথম জয়ের সন্ধানে হিট। সপ্তাহের শুরুতে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে শেষ বলে হারে। পরের ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রামে ছিলেন অলরাউন্ডার গ্রেস হ্যারিস। পরের ম্যাচে দলে ফিরবেন।