আজকাল ওয়েবডেস্ক: ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতলে তিনি গাইবেন আর জেমিমা গিটার বাজাবেন।
ফাইনালের আগে এমনই এক শর্ত দিয়েছিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে জেমিমার ব্যাট কথা বলে উঠেছিল। তার পরই গাভাসকর বলেছিলেন, ''ভারত বিশ্বকাপ জিতলে জেমিমা আর আমি--ও যদি স্বাচ্ছন্দ্য বোধ করে---তাহলে আমার সঙ্গে গান গাইতে পারে। ও গিটার আনবে। আর আমি গান গাইব।''
গাভাসকরের শর্ত রেখেছেন জেমিমা। ইনস্টাগ্রামে ভিডিও বার্তার মাধ্যমে জেমিমা বলেছেন, ''হাই, সুনীল গাভাসকর স্যর, আমি আপনার মেসেজ দেখেছি। আপনি বলেছিলেন, ভারত বিশ্বকাপ জিতলে আমরা একসঙ্গে গান গাইব। আমি নিজের গিটার নিয়ে তৈরি। আসা করি আপনিও মাইক নিয়ে তৈরি আছেন। অনেক ভালবাসা স্যর। সবকিছুর জন্য ধন্যবাদ।''
হরমনপ্রীতরা বিশ্বজয় করতেই দেশে প্রাক্তন তারকা ধারাভাষ্য দেওয়ার সময়ে উচ্ছ্বিসত ভাবে বলেন, ''ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দুর্দান্ত এক মুহূর্ত তৈরি হল। ক্যাচ ধরে আইসিসি বিশ্বকাপ হাতে তোলে। কী দারুণ এক মুহূর্ত।''
বিশ্বকাপ জেতার পর দর বাড়ল মহিলা ক্রিকেটারদের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় হরমনদের ফলোয়ার হু হু করে বাড়ছে। অনেকের তো ফলোয়ার দ্বিগুণ বা তিন গুণ বেড়ে গিয়েছে। বিভিন্ন সংস্থাগুলির দাবি, এর ফলে হু হু করে ব্র্যান্ড ভ্যালু বাড়ছে জেমাইমাদের। অনেকের ফি ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।
যেমন সেমিফাইনালে ১২৭ করা জেমাইমার ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ১০০ শতাংশে। জেমাইমা যে সংস্থার সঙ্গে যুক্ত সেই জেএসডবলিউ স্পোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার করণ যাদব বলেছেন, ‘নানা সংস্থা থেকে জেমাইমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ আসছে। অস্ট্রেলিয়া ম্যাচের পর থেকেই তা শুরু হয়েছে। অন্তত ১০–১২ টি ব্র্যান্ডের সঙ্গে আমাদের কথা চলছে।’
এক রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন চুক্তির জন্য জেমাইমা নাকি ৭৫ লক্ষ থেকে দেড় কোটি টাকা চেয়ে বসছেন। তবে কতদিনের চুক্তি তার উপরেই সবটা নির্ভর করবে।
