আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই যশপ্রীত বুমরা। কিন্তু রবিবার আইসিসির বিশেষ অতিথি হিসেবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচের আগে একটি ছোট অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করা হয়। পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান। কিন্তু গোটা মরশুমে ভাল পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জেতেন। সব ফরম্যাটেই ভাল খেলেন। এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় পেসার। বুমরা বলেন, 'দারুণ অনুভূতি। ছোটবেলায় আমার আদর্শদের এই ট্রফি জিততে দেখেছি। এইধরনের স্বীকৃতি সবসময় সম্মানের।'
টি-২০ বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন বুমরা। ১৫ উইকেট তুলে নেন তিনি। গড় ৮.২৬। ইকোনমি রেট ৪.১৭। দুবাইয়ে বিশেষ ট্রফি নিতে হাজির হয়ে তারকা পেসার জানান, টি-২০ বিশ্বকাপ জয় তাঁর কাছে স্পেশাল। বুমরা বলেন, 'টি-২০ বিশ্বকাপ জয় আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। চিরকাল মনে থেকে যাবে। অবশ্যই তার পাশাপাশি এই বছরে অনেক কিছু শিখেছি। আমরা প্রচুর টেস্ট ক্রিকেট খেলেছি। অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। তাই আমি খুশি। আশা করছি ভবিষ্যতে আরও ভাল কিছু হবে।' বুমরার অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি দায়িত্ব মহম্মদ সামির কাঁধে। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট দিয়ে শুরু করেন। সামির প্রত্যাবর্তনে খুশি বুমরা।
