আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডে ক’‌টা টেস্ট খেলবেন জসপ্রীত বুমরা?‌ তিনটে?‌ ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন ডশকাটে জানিয়েছেন এজবাস্টন টেস্টে পাওয়া যাবে বুমরাকে। এর অর্থ, দ্বিতীয় টেস্টে হয়ত বুমরা বিশ্রাম নেবেন না। তবে ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল যে বুমরাকে তিনটের বেশি টেস্ট খেলানো যাবে না। কোন কোন টেস্টে তিনি খেলবেন তা এখনও জানা যায়নি। তার মধ্যেই খবর, চাইলে তিনটের বেশি টেস্টেও খেলতে পারেন বুমরা। তবে তার জন্য একটা শর্ত মানতে হবে।


ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়েই বুমরার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। তিনি বলেন, ‘‌বুমরা চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরেই ওকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। ঠিক করা হয়েছিল যে ইংল্যান্ডে ও তিনটে টেস্ট খেলবে।’‌ 


তবে এখন যা পরিস্থিতি তাতে তিনটের বেশি টেস্ট খেলার সম্ভাবনাও রয়েছে ভারতীয় পেসারের। ম্যানেজমেন্টের সঙ্গে বসে সেই সিদ্ধান্ত নিতে হবে বুমরাকেই। সোহম বলেন, ‘‌তিনটের বেশি টেস্ট বুমরা খেলবে কি না সেটা সম্পূর্ণ বুমরা ও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। যদি সিরিজ এমন জায়গায় যায় যে ভারতকে জিততেই হবে, সেক্ষেত্রে বুমরা তিনটের বেশি টেস্টও খেলতে পারে। তবে একটা শর্ত মানতেই হবে। ওর শারীরিক ও মানসিক শক্তি খতিয়ে দেখে তবেই তিনটের বেশি টেস্ট খেলার অনুমতি দেবে মেডিক্যাল দল। নইলে ও খেলতে পারবে না।’‌ 


বুধবার থেকে শুর হবে এজবাস্টন টেস্ট। ভারত হেরে গিয়েছে প্রথম টেস্ট। আর তাই বুমরার খেলা জরুরি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এটাও ঘটনা, ২০১৪ সালে প্রথম পিঠের চোট ভুগিয়েছিল বুমরাকে। সেই সময় থেকে তাঁকে চেনেন সোহম। সোহমের কথায়, ‘‌২০১৪ সালের পর থেকে টেস্টে বুমরাকে প্রতি দিন একটা নির্দিষ্ট ওভারের বেশি বল করতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা। দরকারে দিনে ৫–৭ ওভার বেশি করা যেতে পারে। তবে প্রতিটা স্পেলের মধ্যে বিশ্রাম দিতে হবে। মেলবোর্নে সেই বিশ্রাম বুমরা পায়নি। তাই সিডনিতে ও সামলাতে পারেনি। আবার পিঠে চোট পেয়েছিল।’‌