আজকাল ওয়েবডেস্ক: বনবাস কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ঈশান কিষাণ? সূত্রের খবর অনুযায়ী তেমনই শোনা যাচ্ছে। অবশেষে ভারতীয় দলে ফিরতে চলেছেন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পেতে পারেন তিনি। আগের মরশুমে ঘরোয়া ক্রিকেট না খেলায় ঈশান কিষাণকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়। তাঁর ওপর প্রচণ্ড চটে যান জয় শাহ সহ বাকি বোর্ড কর্তারা। শেষমেষ এবার ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি। দলীপ ট্রফিতে শতরানও করেন। বাংলাদেশ সিরিজের সময় লখনউয়ে ইরানি কাপ চলবে। অবশিষ্ট ভারতীয় দলে রয়েছেন ধ্রুব জুরেল। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের পর ঈশান কিষাণ দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেতে পারে। আপাতত অবশিষ্ট ভারতীয় দলে রয়েছেন তিনি। সেই দলে নেই আবেশ খান এবং অর্শদীপ সিং। কারণ তাঁদের বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ দলে রাখা হবে।
এদিন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে সুযোগ না পেলে ভারতীয় দল থেকে রিলিজ করে দেওয়া হবে সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং যশ দয়ালকে। ইরানি কাপে মুম্বইয়ের হয়ে খেলবেন সরফরাজ। বাকি দু'জন খেলবেন অবশিষ্ট ভারতীয় দলের হয়ে। একটি বিবৃতিতে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, 'কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে জায়গা না পেলে, সরফরাজ খানকে মুম্বইয়ের হয়ে খেলার জন্য ছেড়ে দেওয়া হবে। অবশিষ্ট ভারতীয় দলে রয়েছেন যশ দয়াল এবং ধ্রুব জুরেল। দ্বিতীয় টেস্টে তাঁরা সুযোগ না পেলে, তাঁদেরও রিলিজ করে দেওয়া হবে।' ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট।
