আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–পাক যুদ্ধের আবহে সাময়িক স্থগিত হয়েছিল আইপিএল। ১৭ মে থেকে ফের শুরু হয়ে যাচ্ছে ক্রোড়পতি লিগ। বিসিসিআই জানিয়েছে বাকি ১৭ ম্যাচ হবে ৬টি ভেন্যুতে। ফাইনাল হবে ৩ জুন। 


প্লে অফের ক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। এলিমিনেটর ৩০ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন। আর ফাইনাল ৩ জুন।


নতুন সূচিতে রয়েছে দুটি ডাবল হেডার। যা হবে দুটি রবিবারে।


নতুন সূচি অনুযায়ী ১৭ মে আরসিবি বনাম কলকাতা ম্যাচ দিয়ে ফের শুরু হয়ে যাবে আইপিএল। খেলা বেঙ্গালুরুতে। ১৮ মে রবিবার রয়েছে দুটি ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচ ২৭ মে লখনউ বনাম আরসিবি। কলকাতার শেষ ম্যাচ ২৫ মে হায়দরাবাদের বিরুদ্ধে। 


প্রসঙ্গত, ভারত–পাক যুদ্ধের আবহে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। মাঝে কিছু দিন খেলা বন্ধ থাকায় সূচি নতুন ভাবে তৈরি করতে হয়েছে। পরিবর্তিত সেই সূচিও জানিয়ে দিয়েছে বোর্ড। বিসিসিআই জানিয়েছে শনিবার ১৭ মে থেকে শুরু হয়ে যাবে টুর্নামেন্টের বাকি অংশ। গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও, প্লে–অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড।


সীমান্তে উত্তেজনার মাঝে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয়। পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়। আইপিএল বন্ধ হওয়ার সময়ই বোর্ড ১০ দলকে জানিয়ে দিয়েছিল, যে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা দেশে ফিরে গিয়েছেন, তাঁরা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁদের। সেই নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে।