আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে ছিটকে গিয়েছে কেকেআর। শনিবার বেঙ্গালুরুতে আরসিবি ও কেকেআর ম্যাচ ধুয়ে গিয়েছে বৃষ্টিতে। তার ফলে কেকেআরের প্লে অফে যাওয়ার আশা শেষ। 

আর মাত্র একটি ম্যাচ বাকি। তবুও নতুন প্লেয়ার নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রোভম্যান পাওয়েল ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে কেকেআর নিল শিবম শুক্লা। 

এক ম্যাচ বাকি থাকতে প্লেয়ার নিয়ে কী করবে গতবারের চ্যাম্পিয়নরা? ২৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। তার পরে শেষ হয়ে যাবে নাইটদের অভিযান। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কেকেআরের এমন সিদ্ধান্তে অবাক। কেউ বলছেন, যুক্তিহীন সিদ্ধান্ত। আবার কেউ বলছেন হাস্যকর। 

গতবারের চ্যাম্পিয়ন দল এবার শুরুতেই ছেড়ে দিল আগেরবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। গৌতম গম্ভীরের না থাকা আরেকটা ফ্যাক্টর। 

আসল সময়ে চলল না আন্দ্রে রাসেল ম্যাজিক। সব মিলিয়ে এবার চূড়ান্ত ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। হাতে ছিল দুটি ম্যাচ। ওই দুটো ম্যাচই জিততে হতো কলকাতাকে। তার পরে তাকিয়ে থাকতে হতো বাকিদের দিকে। শনিবার বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় কেকেআরের সব আশা ধুয়ে গেল।