আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শিবম দুবে তামিলনাড়ুর দশ জন উঠতি অ্যাথলিটদের পাশে দাঁড়ালেন। প্রত্যেক অ্যাথলিটকে ৭০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। 

তামিলনাড়ুর ক্রীড়া সাংবাদিক সংস্থার বার্ষিক অনুষ্ঠানে এই ঘোষণা করেন। সিএসকে-র সিইও কাশি বিশ্বনাথনের সঙ্গে শিবম দুবেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি উঠতি অ্যাথলিটদের পাশে দাঁড়ানোর কথা দেন। তামিলনাড়ু স্পোর্টস জার্নালিস্ট সংস্থা সেই সব অ্যাথলিটদের তিরিশ হাজার টাকা স্কলারশিপ হিসেবে দেওয়ার কথা ঘোষণা করে। 

চলতি মরশুমটা ভাল যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। পয়েন্ট তালিকায় সবার নীচে সিএসকে শিবির। ধোনি ম্যাজিকও কাজ করছে না। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পরে রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ের সমালোচনা করেন ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

সিএসকে-র হতশ্রী পারফরম্যান্সের মধ্যে দুবে কিন্তু আলোর রেখা।