আজকাল ওয়েবডেস্ক: কেমন আছেন বিরাট কোহলি? সাই সুদর্শনের মারা জোরালো শট ধরতে গিয়ে আঙুলে চোট পান কোহলি। তার পর থেকেই বিরাট কোহলিকে নিয়ে আশঙ্কিত ক্রিকেটভক্তরা। পরের ম্যাচে কি আরসিবি পাবে কোহলিকে?
আরসিবি-র হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার সাংবাদিক বৈঠকে জানান, কোহলি একদমই ঠিক আছেন। তাঁকে নিয়ে আশঙ্কার কিছু নেই।
সোমবার আরসিবির পরবর্তী ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। কোহলির আঙুলের চোট নিয়ে আপডেট দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেন, ''বিরাট ঠিকই আছে। চিন্তার কোনও কারণ নেই।''
গুজরাট টাইটান্সের কাছে বুধবার হার মেনেছে আরসিবি। চলতি মরশুমে প্রথম হার বেঙ্গালুরুর। ঘরের মাঠে কোহলির ব্যাট কথা বলল না। আরসিবি-র প্রাক্তন তারকা মহম্মদ সিরাজ জার্সির রং বদলেছেন। লাল থেকে নীল হয়েছে তারকা পেসারের জার্সির রং।
সিরাজ আরসিবি-র ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। তিন-তিনটি উইকেট নেন সিরাজ। তাঁকে ঘিরে নস্ট্যালজিক আরসিবিও। যে মাঠের প্রতিটা ঘাস জানত সিরাজ-রূপকথা, সেই মাঠেই তারকা বোলার আরসিবি-র উইকেট তুলে নিয়ে সিউউ উদযাপনে মাতলেন।
