আজকাল ওয়েবডেস্ক: উজ্জ্বল ভবিষ্যতের জন্য বৈভব সূর্যবংশীকে শাস্ত্রীয় বচন রবির। 

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকান ১৪ বছরের সূর্যবংশী। 

অভিষেক ম্যাচে ২০ বলে ৩৪ রান করেন তিনি। শাস্ত্রী তরুণ প্রতিভা সম্পর্কে বলেন, ''প্রথম শট যেটা নিয়েছিল, সেটা প্রায় সবারই নিঃশ্বাস বন্ধ করে দেবে। তবে ওর বয়স কম। এই বয়সে ব্যর্থ হওয়ার সম্ভবনা বেশি। ব্যর্থতাকে কীভাবে সামলায় সেটা ওকেই করতে হবে।''

শাস্ত্রী আরও বলেন, ''বৈভবকে থামাতে নতুন নতুন জিনিস নিয়ে আসবে লোকজন। ওর দিকে অনেক কিছুই উড়ে আসবে। প্রথম বলেই কেউ যদি ওরকম ছক্কা মারতে পারে, তাহলে ওকে থামাতে বাকিরাও নিজেদের সর্বশক্তি প্রযোগ করবে। তখন কিন্তু কেউ ভাববে না যে তোমার বয়স ১৪ না ১২ না ২০।'' 

দুটো ম্যাচে এখনও পর্যন্ত ৫০ রান করেছেন বৈভব। তাঁর কাছ থেকে আরও কিছু চাইছে দেশ। এদিকে বীরেন্দ্র শেহবাগও পরামর্শ দিয়েছেন বিস্ময় বালককে। বীরু বলেন, ''তুমি মাঠে নামার সময় যদি মনে রাখো ভাল খেললে প্রশংসা পাবে, খারাপ খেললে সমালোচনা জুটবে, তাহলে তোমার পা মাটিতে থাকবে। আমি এমন অনেক প্লেয়ারকে দেখেছি যারা এক-দুই ম্যাচে জনপ্রিয়তা পাওয়ার পর হারিয়ে যায়। কারণ ওরা নিজেদের স্টার প্লেয়ার ভাবতে শুরু করে।''

স্পিনের বিরুদ্ধে কিছুটা দুর্বল দেখায় বৈভবকে। কয়েকটা ব্যাটের কানায় লেগে চার হয়। বিরাট কোহলির থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী দুই দশক আইপিএল খেলার পরামর্শ দেন বীরু। তিনি বলেন, 'সূর্যবংশীর ২০ বছর আইপিএল খেলা উচিত। বিরাট কোহলিকে দেখো, ১৯ বছর বয়সে আইপিএলে খেলা শুরু করেছিল। টুর্নামেন্টের ১৮ সংস্করণ ধরে খেলছে। ওরও সেটাই চেষ্টা করা উচিত। তবে ও যদি এই আইপিএল নিয়ে খুশি থাকে, যদি নিজেকে কোটিপতি ভাবে, দারুণ অভিষেক হয়েছে ভাবে, প্রথম বলেই ছয় মারার জন্য গর্বিত হয়, তাহলে হয়তো পরের বছর ওকে আর দেখা যাবে না।'