আজকাল ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় হার। অবিশ্বাস্য! নববর্ষে চাহালের তাণ্ডব। বাংলার নতুন বছরের শুরুটা হার দিয়ে হল নাইটদের। ৭ রানে পাঁচ উইকেট। ৪ উইকেটে ৭২ রান থেকে ৮ উইকেটে ৭৯। শেষমেষ ৯৫ রানে অলআউট কলকাতা নাইট রাইডার্স। যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে ঘুরল ম্যাচ। ১৬ রানে জয় পাঞ্জাবের কিংসের। 

প্রথমে ব্যাট করে ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। এর পরেও কলকাতা ম্যাচ জিততে পারেনি।  

এই ম্যাচেই ঘটল অবাক করা এক কাণ্ড। ভেঙ্কটেশ আইয়ারের শট থেকে এল পাঁচ রান। 

 

?ref_src=twsrc%5Etfw">April 15, 2025

যুজবেন্দ্র চাহালের বলে অজিঙ্ক রাহানে ফিরে যাওয়ার পরে ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ আইয়ার। প্রথম বলটাই আইয়ার সুইপ করেন। লং লেগ অঞ্চলে বল গেলে তা ধরে পাঠানোর চেষ্টা করেন জ্যাভিয়ার বার্টলেট।

তিনি বল ধরে ছোড়ার সময়ে তা হাত থেকে পিছলে যায়। বল পিছনের দিকে রোল করতে করতে বাইন্ডারি লাইন ছোঁয়। এক রান হওয়ার কথা ছিল। কিন্তু বার্টলেটের হাত থেকে বল পিছলে বাউন্ডারি লাইন ছোঁয়ায় তা বাই চারেরই সমান বলে গণ্য করা হয়। অর্থাৎ সিঙ্গল ও বাই চার মিলে মোট পাঁচ রান যোগ হয় নাইটদের স্কোরবোর্ডে। যেখানে এক রান পেত কেকেআর, সেখানে পাঁচ রান পায় নাইটরা। তবুও কলকাতা কিন্তু ম্যাচ জিততে পারেনি। বার্টলেটের এই ভুল নিয়ে জোর চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।