আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে খাস কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। শহরের মা উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত তিন। গুরুতর জখম এক। তাঁর অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছিল, একটি গাড়ি আসছিল গড়িয়ার দিক থেকে এবং আরেকটি গাড়ি আসছিল বাইপাস ধাবার দিক থেকে। একটি গাড়ি মা ফ্লাইওভারে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরেই অপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি ধাক্কা খেলে উলটো দিকে ঘুরে অপর একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে খবর।
কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? কারণ কি কেবলই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা? নাকি রয়েছে অন্য কারণ? উত্তর খুঁজতে পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার কারণে বেশকিছুক্ষণ যানজট পরিস্থিতি তৈরি হয়। পরে তা স্বাভাবিক হয়ে যায়।
