বলিউড তারকাদের ছোট ছোট মুহূর্ত যে কত সহজে ভাইরাল হয়ে যায়, সম্প্রতি তারই নতুন উদাহরণ দেখা গেল। এক অনুষ্ঠানে ভিকি কুশল ও আলিয়া ভাটের মধ্যে ঘটল তেমনই এক মুহূর্ত। যা সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

ইভেন্ট চলাকালীন ভিকিতে নিজের ফোন আলিয়ার দিকে এগিয়ে ধরতে দেখা যায়। ফোনের স্ক্রিনে কী ছিল তা স্পষ্ট না হলেও, আলিয়া সেটি দেখেই প্রথমে একটু অবাক হন, তারপর হেসে ফেলেন। তাঁর মুখের সেই স্বাভাবিক ও মজার প্রতিক্রিয়া ধরা পড়ে ক্যামেরায়। যা এখন সমাজমাধ্যমে ভাইরাল।

এই ভিডিও ও ছবিগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা। অনেকের ধারণা, ভিকি নাকি তাঁর ও ক্যাটরিনা কাইফের সন্তানের ছবি আলিয়াকে দেখাচ্ছিলেন। কারণ আলিয়ার প্রতিক্রিয়া ছিল বেশ আবেগঘন ও আনন্দের। যদিও এই বিষয়ে ভিকি বা ক্যাটরিনা কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

https://www.reddit.com/r/BollyBlindsNGossip/comments/1pniu23/vicky_probably_showing_baby_kaushal_pics_to_alia/

উল্লেখ্য, গত ৭ নভেম্বর বাবা-মা হয়েছেন ভিকি ও ক্যাটরিনা। পুত্রসন্তানের আগমনে তাঁদের দাম্পত্যে এসেছে নতুন দায়িত্ব। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন ভি-ক্যাট। সন্তানের ক্ষেত্রেও তেমনটাই করবেন বলে মনে করছেন সিনেপ্রেমীরা। সেই কারণে ফোনে ঠিক কী ছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবুও নেটিজেনদের কৌতূহল তুঙ্গে। 

সোশাল মিডিয়ায় দুই তারকার ওই মুহূর্ত ঘিরে শুরু হয়েছে নানা মন্তব্য ও মজার পোস্ট। কেউ লিখেছেন, “বন্ধুর সন্তানের ছবি দেখলে এমন প্রতিক্রিয়াই হয়”, আবার কেউ মজা করে বলেছেন, “ভিকির মুখ দেখেই বোঝা যাচ্ছে, স্পেশাল কিছু দেখাচ্ছিল!”

অনেকেই আবার এই ঘটনাকে তারকাদের বন্ধুত্বের সুন্দর উদাহরণ বলে মনে করছেন। ক্যামেরার সামনে কোনও অভিনয় নয়, বরং একেবারে স্বাভাবিক একটি মুহূর্ত-এই কারণেই ভিডিওটি আমজনতার মন ছুঁয়ে গিয়েছে। ভিকি ও আলিয়ার এই ছোট্ট মুহূর্তটি বলিউডপ্রেমীদের মধ্যে বেশ আনন্দ আর কৌতূহলের জন্ম দিয়েছে। কখনও কখনও এমন সাধারণ ঘটনাই যেন তারকাদের আরও কাছের মানুষ করে তোলে।