আজকাল ওয়েবডেস্ক:‌ একসময় বলা হত পাকিস্তান ব্যাটাররা ছন্দে ফেরে ভারতের বিরুদ্ধে। সেটা এবার লিখতে হবে আইপিএলে মুম্বই ছন্দে ফেরে কেকেআরের বিরুদ্ধে। কলকাতার টস হেরে শুরুতে ব্যাটিং। তারপর যা যা হল।


সত্যি বলতে কেকেআরের ব্যাটিং নিয়ে বলার কিচ্ছু নেই। নারিন আর রাসেলকে আর কতদিন বয়ে চলা হবে তা কেকেআর ফ্রাঞ্চাইজি বলতে পারবেন। হয়ত ওনারা কেকেআরের লাইফ মেম্বারশিপ নিয়ে ফেলেছেন।


ম্যাচ টিভি বা হটস্টারে সবাই দেখেছেন। তাই ম্যাচ বা রান বা উইকেট নিয়ে কিচ্ছু বলব না। নারিন থেকে ডি’‌কক। আর রাসেল থেকে রিঙ্কু। কোথায় রান!‌ যা পরিস্থিতি তাতে না খেলতে খেলতে রিঙ্কুর আত্মবিশ্বাসও তলানিতে।


মুম্বই দুর্দান্ত বোলিং করেছে এটা ঘটনা। কিন্তু রান করা যেত। 


তবে সবাইকে চমকে দিলেন অভিষেক হওয়া অশ্বিনী কুমার। চার উইকেট তুলে নিলেন। তাঁর শিকার রাহানে, রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে ও রাসেল। তার মধ্যে শেষ দু’‌জন হয়েছেন বোল্ড। এরকম স্বপ্নের অভিষেক আর কোন বোলারের হয়েছে আইপিএলে?‌ পরিসংখ্যান ঘাঁটতে হবে।
বাঁহাতি পেসার এদিন সুযোগ পান সত্যনারায়ণ রাজুর জায়গায়। বাকিটা ইতিহাস। 


১১৬ রানে শেষ হওয়া কলকাতার রান ১২.‌৫ ওভারে তুলে দিল মুম্বই। রিকেলটন করলেন অর্ধশতরান। তবে রোহিতের ফর্ম রাখল চিন্তায়। 

ও, হ্যাঁ, পরিসংখ্যান বলছে এখনও অবধি ৩৫ ম্যাচে মুম্বই জিতেছে ২৪ ম্যাচ। আর কলকাতা ১১। প্রথম দুটো ম্যাচ হেরে গিয়েছিল মুম্বই। ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে ছন্দে ফিরলেন রোহিতরা। এবং দাপটের সঙ্গেই। 

সংক্ষিপ্ত স্কোর:‌ কলকাতা নাইট রাইডার্স ১১৬ (‌১৬.‌২ ওভার)‌
মুম্বই ইন্ডিয়ান্স ১২১/‌২ (‌১২.‌৫ ওভার)‌

পুনশ্চ:‌ ২৩ বছরের অশ্বিনী কুমার অভিষেকেই প্রথম বলে পেলেন উইকেট।