আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি অবাক করলেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর নৌ লুক রান আউট নিয়ে প্রবল চর্চা। 

ধোনির রান আউট দেখার পরে দেশের প্রাক্তন উইকেট কিপার রবিন উত্থাপ্পা পর্যন্ত বলছেন, ''এটা তুক্কা। ফ্লুকে রান আউট করতে পেরেছে ধোনি। আমিও তো উইকেট কিপারের গ্লাভস পরেছি। আমি জানি এটা ফ্লুক ছিল।'' 

লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের শেষ ওভারের ঘটনা। পাথিরানা লেগ সাইডে বল করেছিলেন। সামাদ বাই রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করে দেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক অলস ভাবে বল লব করে দেন। আর তাঁর ছোড়া বল গিয়ে উইকেটে লাগে। রান আউট হন সামাদ। 

সবাই ওরকম রান আউট দেখে বিস্মিত। ধারাভাষ্যকাররা প্রশংসা করেন ধোনির। পন্থের সঙ্গে কথোপকথনের সময়ে ধোনিকে বলতে শোনা গিয়েছে, উইকেট দেখে মেরে দিলাম। লাগল তো ঠিক আছে।'' পন্থ বলেন, ''ঠিকঠাকই তো লাগছে দেখছি।'' 

 

?ref_src=twsrc%5Etfw">April 15, 2025