আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টি-ঝড়ে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল কেকেআর ও পাঞ্জাব কিংস ম্যাচ। দু' দলই এক পয়েন্ট করে পেল। পাঞ্জাব এক পয়েন্ট পাওয়ায় পয়েন্ট টেবিলে উঠে এল চার নম্বরে। এক ধাপ নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতার পয়েন্ট এখন সাত। বাকি সব ম্যাচ কলকাতার কাছে মরণবাঁচনের।
পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় নামে ঝড়-বৃষ্টি। তাতে শহর কলকাতায় স্বস্তি নামলেও পাঞ্জাবের স্বস্তি হল না। ২০১ রান করেও এক পয়েন্ট নিয়ে কেউ কি স্বস্তিতে থাকতে পারে? দুই পাঞ্জাবী ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে অন্য এক আশঙ্কা তৈরি হয়েছিল। নাইটদের বিরুদ্ধে পাঞ্জাব হয়তো আড়াইশো বা তার বেশি রান করে ফেলবে। কোনও নাইট বোলারকেই দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভসিমরমন রেয়াত করেননি। ওপেনিং জুটিতে তাঁরা তোলেন ১২০ রান।
প্রিয়াংশ মাত্র ৩৫ বলে ৬৯ রান করেন। ৪৯ বলে ৮৩ রানে ফিরে যান প্রভসিমরন সিং। প্রভসিমরন যখন ফিরে যান, তখন পাঞ্জাবের রান ছিল ২ উইকেটে ১৬০। রানের শিখরে পৌঁছনোর বড় সুযোগ ছিল পাঞ্জাবের সামনে। অধিনায়ক শ্রেয়সের সঙ্গে ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল। এর পরেও পাঞ্জাব অবশ্য আড়াইশোয় পৌঁছতে পারেনি।
রান তাড়া করতে নেমে কলকাতা এক ওভারে সাত রান করার পরে শুরু হয় বৃষ্টি-ঝড়। সেই ঝড়-বৃষ্টি আর থামেনি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়। দুই দলের ঝুলিতেই গেল এক পয়েন্ট।
