আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গেল সুব্রত মুখার্জি কাপ। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ল। মঙ্গলবার ৬৪তম আন্তঃ বিদ্যালয় সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন আইএএস বিনোদ কুমার (শিক্ষা সচিব, পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর), রামানুজ গাঙ্গুলি (সভাপতি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন), চিরঞ্জীব ভট্টাচার্য (সভাপতি, হায়ার সেকেন্ডারী কাউন্সিল), এমএলএ ও প্রাক্তন ফুটবলার বিদেশ বসু এবং প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। উদ্বোধনী ম্যাচে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হাইস্কুল ২-১ গোলে হারায় কালিম্পংয়ের কুমুদিনী হোমস হাইস্কুলকে। মানিকপাড়া হাইস্কুলের হয়ে গোল করেন বুদ্ধ মুর্মু এবং লক্ষ্মণ টুডু। কুমুদিনী হোমসের পক্ষে গোল করেন অর্ণব তামাং। 

এই বছরের সুব্রত মুখার্জি কাপে ২৬টি জেলার অংশগ্রহণকারী বিদ্যালয় এবং খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাব ডিভিশন এবং জেলাস্তরে ১০ই জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ বালক এবং অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা নিয়ে মোট ১৫৬৪ বিদ্যালয়ের ৪০,৪৬৪ জন ফুটবলার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবার টুর্নামেন্টে প্রতিযোগীদের সংখ্যা বেড়েছে। গত বছরের তুলনায় ৪০৬টির বেশি বিদ্যালয় এবং ১০০০০ এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করছে। অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে আটটি দল, অনূর্ধ্ব-১৭ বালক এবং বালিকা বিভাগে আটটি করে দল রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলগুলো দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করবে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের সূত্রে এমনই জানানো হয়েছে।