আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সাদা বলের সূচি পরিবর্তিত হবে। ভারত সরকারের তরফ থেকে সবুজ সঙ্কেত না মিললে বাংলাদেশের মাটিতে খেলতে আসতে পারবে না ভারতীয় দল।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ সফরের জন্য এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নির্দেশ মেলেনি। ফলে নির্ধারিত সময়ে সিরিজের বল গড়ানোর সম্ভাবনাই নেই।
গতবছরের সেপ্টেম্বর-অক্টোবরে দুটো টেস্ট ও দুটো টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ।
টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখা যাবে ওয়ানডে ফরম্যাটে। কিন্তু বাংলাদেশের অস্থিরতার জন্য সেই সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন সেই সিরিজের নির্ঘণ্ট যদি পরিবর্তন হয়, তাহলে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা আরও বাড়বে।
এদিকে, বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আশা করছেন সূচি অনুযায়ী হবে সিরিজ। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ''বিসিসিআই-এর সঙ্গে আমাদের ইতিবাচক কথাবার্তা হয়েছে।''
আগস্ট বা সেপ্টেম্বরে এই সিরিজ আয়োজন করা নিয়েই নয়, এই সিরিজ কীভাবে পরিচালনা করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে ভারতীয় বোর্ডের সঙ্গে। যদি এবার তা করা সম্ভব না হয়, তাহলে অন্য কোনও সময়ে এই সিরিজ আমরা করা হতে পারে। এমনটাই জানিয়েছেন বিসিবি-র প্রেসিডেন্ট।
