আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন ধরেই জল্পনা চলছিল। রোহিতের অবসরের পর টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন?‌ লড়াইয়ে বুমরা, গিল, পন্থ এমনকী লোকেশ রাহুলও ছিলেন। যদিও বুমরা ওয়ার্কলোডের জন্য নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। এমনকী শোনা যায় তিনি নাকি বোর্ডকেও জানিয়েছেন ইংল্যান্ডে তিনটির বেশি টেস্টের ধকল তিনি নিতে পারবেন না।  

ইংল্যান্ডে ওপেন করবে কে? যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবাইটের খবর অনুযায়ী, লোকেশ রাহুলকে ইতিমধ্যেই গম্ভীর জানিয়েছেন তাঁকে ওপেন করতে হবে ইংল্যান্ডের মাটিতে।

লোকেশ রাহল ওপেন করতে যাওয়ার অর্থ হল শুভমান গিল চার নম্বরে ব্যাট করতে নামবেন।

দলের সহ অধিনায়ক হলেন ঋষভ পন্থ। ইংল্যান্ড সিরিজে সব ম্যাচে পাওয়া যাবে না জশপ্রীত বুমরাহকে। নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর বলেছেন, তিন-চারটে টেস্ট হয়তো খেলবেন বুমরাহ। যে ক'টি টেস্ট  বুমাহ খেলুন, তিনিই দলের সম্পদ। ২০ জুন থেকে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।