আজকাল ওয়েবডেস্ক: বাবরি মসজিদ নিয়ে ফের শুরু হল রাজনৈতিক বিতর্ক। প্রতিরক্ষামন্ত্রী এবং বিজেপি নেতা রাজনাথ সিং সম্প্রতি দাবি করেছিলেন, জওহরলাল নেহরু নাকি সরকারি অর্থ দিয়ে বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল সেই প্রস্তাব মানেননি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কংগ্রেস প্রতিবাদে সরব হয় এবং মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগ তোলে।
শনিবার কংগ্রেস জানায়, রাজনাথ সিং ভুল এবং বিকৃত ইতিহাস উদ্ধৃত করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) এক্স-এ একটি পোস্টে মানিবেন প্যাটেলের মূল গুজরাটি ডায়েরির ছবি দিয়ে দাবি করেন, “রাজনাথ সিং যা বলেছেন এবং আসলে ডায়েরিতে যা লেখা আছে—তার মধ্যে আকাশ-পাতাল ফারাক।” তিনি আরও বলেন, “প্রতিরক্ষামন্ত্রী শুধু রাজনৈতিক সুবিধা পেতেই এমন মিথ্যা বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে খুশি করতেই ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। দেশের সামনে এই ভুল তথ্য প্রচারের জন্য তাঁকে ক্ষমা চাইতেই হবে।”
অন্যদিকে বিজেপি নিজেদের অবস্থান ধরে রেখে বলেছে, মন্তব্যের ভিত্তি রয়েছে মানিবেন প্যাটেল সংক্রান্ত প্রকাশিত বইয়ে। বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী দাবি করেছেন, “বইয়ের ২৪ নম্বর পাতায় লেখা আছে, নেহরু বাবরি মসজিদের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, আর সর্দার প্যাটেল স্পষ্ট জানিয়েছিলেন সরকার এর জন্য কোনও অর্থ খরচ করবে না।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। বিরোধীরা অভিযোগ করছে, স্বাধীনোত্তর ইতিহাসকে নতুনভাবে গড়ে তোলার জন্য বিজেপি সুনির্দিষ্টভাবে নেহরুকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে বিজেপির দাবি, কংগ্রেস নেহরুর তৎকালীন অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে ভয় পাচ্ছে।
রাজনাথ সিং আপাতত এই বিতর্কে নতুন কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রাজনৈতিক মহলের মতে, রামমন্দির উদ্বোধনের প্রায় এক বছর পরেও বাবরি-ঘিরে বিতর্ক যে এখনও রাজনৈতিকভাবে ‘কার্যকর’—এই ঘটনা তা আরও একবার স্পষ্ট করে দিল।
