আজকাল ওয়েবডেস্ক: করাচি ন্যাশনাল স্টেডিয়ামে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। সেই স্টেডিয়ামেই দেখা গেল ভারতের পতাকা।
পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে না ভারত। সেই কারণেই পাক মুলুকে দেখা যাচ্ছে না ভারতের পতাকা। এরকমই এক বিতর্ক ছড়িয়েছে। সেদিক থেকে দেখলে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা ওড়া বিশেষ ব্যাপার বলাই যায়।
দিন দুয়েক আগের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা গিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা নেই। বাকি সব দলের পতাকা অবশ্য রয়েছে।
India's flag raised at the National Stadium in Karachi. What a moment ????????????????♥️♥️
— Farid Khan (@_FaridKhan)
We have big hearts, we don't do cheap acts. All 7 Indian journalists granted Pakistan visas too ???? #ChampionsTrophy2025 pic.twitter.com/zWfIMCaVexTweet by @_FaridKhan
এই ভিডিও দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিসিসিআই-এর তরফ রাজীব শুক্লও মুখ খোলেন। অবশেষে সব বিতর্কের অবসান। পাকিস্তানের স্টেডিয়ামে উড়ছে ভারতের পতাকা।
পাক সাংবাদিক ফরিদ খান ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছে। দারুণ এক মুহূর্ত।'' ফরিদ আরও লেখেন, সাত ভারতীয় সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে।
India's flag at the National Stadium in Karachi. Team India not playing any matches in Pakistan, but PCB made sure their flag is included as they are part of the tournament. Well done, we have very big hearts ????????????????❤️❤️ #ChampionsTrophy2025 #PAKvNZ pic.twitter.com/eJ13aswI4w
— Faizan Naseer Faizi ???????? (@Faizan_Naser_K9)
Tweet by @Faizan_Naser_K9
ফয়জান নাসির ফৈজি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা। টিম ইন্ডিয়া পাকিস্তানে কোনও ম্যাচ খেলছে না। কিন্তু পিসিবি ভারতের পতাকা অন্তর্ভূক্ত করেছে কারণ ভারতও এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। ওয়েল ডান। আমরা অনেক বড় হৃদয়ের।''
পাক প্যাশন ডট নেট লিখেছে, পতাকাগুলো উড়ছে। সমস্ত অংশগ্রহণকারী দেশের পতাকাগুলোই দেখা যাচ্ছে স্টেডিয়ামে। ভারতের পতাকাও রয়েছে। যদিও ভারত পাকিস্তানে এসে খেলতে চায়নি।''
Flags Flying High! ????️
— PakPassion.net (@PakPassion)
All participating nations' flags are on display at the stadium, including India's—despite their refusal to travel to Pakistan. ???????? pic.twitter.com/KVA3ScWZYiTweet by @PakPassion
