আজকাল ওয়েবডেস্ক: বাঁ হাতের খেল লোকেশ রাহুলের। তার জন্যই টানা কুড়ি ম্যাচ পরে টস জিতল ভারত।
দুর্ভাগ্য দূর করতে শনিবার বিশাখাপত্তনমে বাঁ হাতে কয়েন স্পিন করান লোকেশ রাহুল।
টস জেতার পরে মজা করে লোকেশ রাহুল মুষ্টিবদ্ধ হাত ছোড়েন।
লোকেশ রাহুল ডান হাতি। কিন্তু টসের সময়ে বাঁ হাতের সাহায্য নেন ভারত অধিনায়ক।
পরে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের কাছে টস জেতার কৌশল ফাঁস করেন রাহুল।
টস জেতায় ভারতীয় শিবিরেও আনন্দের রেশ। হর্ষিত রানাকে দেখা যায় তিনি আনন্দে মেতে উঠেছেন। সতীর্থদের জড়িয়ে ধরছেন আনন্দে। আনন্দে মেতে উঠতে দেখা যায় ঋষভ পন্থ ও অর্শদীপ সিংকেও।
🚨 Toss 🚨#TeamIndia have won the toss and elected to field first.
— BCCI (@BCCI)
Updates ▶️ https://t.co/HM6zm9o7bm#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/vYNPSa1iKFTweet by @BCCI
টানা টস হারছিল ভারত। ২১ নম্বর ম্যাচে এসে টস জিতল।
ভারত শেষ টস জিতেছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে শুধু টস হার। দুই বছর পর টস জিতল ভারত।
Harshit Rana after winning toss 😂🙌 pic.twitter.com/gmZksoKWCO
— cricmawa (@cricmawa)Tweet by @cricmawa
তিন ম্যাচের একদিনের সিরিজের ফল এখন ১–১। শনিবার যে জিতবে সিরিজ তাদের।
এদিকে, ভারতীয় দলের প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলানো হচ্ছে তিলক বর্মাকে।
