আজকাল ওয়েবডেস্ক: রাঁচিতে করেছিলেন মাত্র ৮ রান। রায়পুরে করলেন ১০৫। বিরাট কোহলির সঙ্গে ইনিংস গড়লেন। ভারতকে পৌঁছে দিলেন পাহাড়প্রমাণ রানে।
সেই রুতুরাজই সেঞ্চুরির পরে জানালেন, প্রথম ওয়ানডেতে রান না পেয়ে তিনি ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ''উইকেট ভাল ছিল এবং কন্ডিশনও ঠিক ছিল। সহজেই রান করতে পারতাম। প্রথম ম্যাচটা আমার জন্য ভাল যায়নি। রান না পেয়ে খুব খারাপ লেগেছিল। আজ অবশ্য রান পেয়ে ভাল লাগছে।''
রায়পুরে নিজের ইনিংস প্রসঙ্গে গায়কোয়াড় বলেছেন, ''আজ আমার জন্য পরিস্থিতি অনুকূল ছিল। ১১-তম ওভারে ব্যাট করতে নেমেছিলাম। ১৫-২০ ওভার পর্যন্ত দু'রকম ছিল পরিস্থিতি। পরে পরিস্থিতি আমাদের অনুকূল হয়।''
তাঁর সঙ্গে বিরাট কোহলিও ভারতীয় ইনিংসকে অন্য একটা জায়গায় পৌঁছে দেন। রায়পুরে এল ৫৩ নম্বর ওয়ানডে সেঞ্চুরি।
এদিন রুতুরাজকে সঙ্গে নিয়ে ১৯৫ রান জুড়লেন কোহলি। ৯৩ বলে ১০২ রানের ইনিংস খেললেন তিনি। রুতুরাজ করলেন ১০৫ রান।
বিরুদ্ধ স্রোতের মধ্যেই ব্যাট করছেন তিনি। ড্রেসিং রুমে গৌতম গম্ভীর রয়েছেন। যিনি চান না কোহলিকে। অন্যদিকে বাইশ গজে দক্ষিণ আফ্রিকার বোলাররা। একই সঙ্গে বিরাট কোহলিকে সামলাতে হচ্ছে ঘরের ও বাইরের শত্রুকে। আর মনস্তাত্বিক খেলায় বিরাট একশোয় দুশো পাবেন। রাঁচির পরে রায়পুরেও শতরান। তাঁকে কেন্দ্র করে তৈরি হওয়া যাবতীয় জল্পনা, বিতর্ক উড়িয়ে দিলেন বিরাট কোহলি। এরপরেও কি তাঁর নিন্দুকরা বলবেন, কোহলি তাঁর আসল সময় ফেলে এসেছেন?
