আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে হারের পরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। পাকিস্তান প্রথম ম্যাচে নামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রামিজ রাজার প্রশ্ন এখানেই। পাকিস্তান প্রথম ম্যাচে কেন নামেনি বাংলাদেশের বিরুদ্ধে।
ভারতের কাছে ৬ উইকেটে ম্যাচ হেরে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গিয়েছে। রামিজ রাজা ইউটিউব চ্যানেলে বলেছেন, ''আমার অবাক লাগছে পাকিস্তান প্রথম ম্যাচ কেন খেলল নিউজিল্যান্ডের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ খেলতে পারত পাকিস্তান। বাংলাদেশ শক্তিশালী দল হলেও ম্যাচটা অপেক্ষাকৃত সহজ হত পাকিস্তানের জন্য।''
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউ জিল্যান্ড খুব সহজেই হারিয়েছে পাকিস্তানকে। রামিজ রাজা বলছেন, ''নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হার মানে পাকিস্তান। এই হার পাকিস্তানের উপরে চাপ বাড়িয়েছে। আমি বুঝলাম না, পাকিস্তান প্রথম ম্যাচ কেন খেলল না বাংলাদেশ বা ভারতের বিরুদ্ধে। যদি সেরকম হত, তাহলে বিষয়টা সমান সমান হত।''
বিরাট কোহলির ব্যাট ভারত-পাক ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ১১১ ম্যাচে ১০০ রানে অপরাজিত থাকেন কোহলি। রামিজ রাজা বলছেন, ''বিরাটের ইনিংসটা পার্থক্য গড়ে দিল। ধীর স্থির অথচ আক্রমণাত্মক। রান তোলার গতিটাও বজায় রেখে গিয়েছে। বিরাট কোহলি সব অর্থেই সম্পূর্ণ প্যাকেজ। নিজেকে সব সময়ে চ্যালেঞ্জ করে যায়। প্রতিটি বোলারের বিরুদ্ধেই আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। কোনও বোলারকেই থিতু হতে দেয়নি।''
সোমবার নিউজিল্যান্ডের কাছে হার মানে বাংলাদেশ। ফলে বাংলার বাঘেদের সঙ্গে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফি অধ্যায় শেষ হয়ে গিয়েছে।
তার পরেই রামিজ রাজার এমন অদ্ভুত দাবি।
