আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে আবার সমালোচনার মুখে বাবর আজম। এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে কটাক্ষ রশিদ লতিফের। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবরের ব্যাটিং পন্থা পছন্দ হয়নি পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপারের। ৩২১ রান তাড়া করতে নেমে ৯০ বলে ৬৪ রান করেন তিনি। কিন্তু সলমন আঘা এবং কুশদিল শাহ আগ্রাসী মেজাজে যথাক্রমে ৪২ এবং ৬৯ রান করেন। তবে পাকিস্তানের জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে প্রাক্তন ক্রিকেটার এবং ফ্যানরা বাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে। লতিফের দাবি, ক্রিজে থাকাকালীন ঝুঁকি নেওয়া উচিত ছিল তাঁর। এই মন্থর ব্যাটিং মানতে পারছেন না প্রাক্তন তারকা। রশিদ লতিফ বলেন, 'আমার মনে হয় সঠিক কারণেই বাবরের সমালোচনা হচ্ছে। বল ব্যাটে না এলে প্ল্যান বি থাকা উচিত। একাধিক ডট বল খেললে দলের ওপর  চাপ বাড়ে। বাবরের আরও ঝুঁকি নেওয়া উচিত ছিল। আমি মনে করি, প্রথম দশ ওভারে ঝুঁকি নেওয়ার সুযোগ ছিল। কারণ স্পিনের বিরুদ্ধে ওরা তেমন স্বচ্ছন্দ নয়। সবাই মনে করে পাকিস্তান দলকে নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। তবে বাবরের ব্যাটিং নিয়ে করা যায়।‌'

বিরাট কোহলির উদাহরণ টেনে পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার জানালেন, বাবর আর পাকিস্তানের আশা নয়। কঠিন পরিস্থিতিতে রান করেন বিরাট। তিনি রান না পেলে, অন্য কেউ সেটা পুশিয়ে দেয়। কিন্তু পাকিস্তান দলে সেই অভাব রয়েছে। লতিফ বলেন, 'বোলাররা জানে ও কোন বলে কোন শট খেলবে। বাবর একসময় পাকিস্তানের আশা ছিল। কিন্তু আর সেটা নেই। এখন অন্য অনেকে আছে যারা ভাল খেলতে পারে। বিরাট কোহলি রান না পেলে শুভমন গিল ভাল খেলে দেবে। ও না পারলে রোহিত রয়েছে। শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুলরাও আছে। তবে বিরাট বড় ম্যাচের প্লেয়ার। টি-২০ বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে।' 

ভারত-পাকিস্তান মহারণের আগে টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখলেন লতিফ। যশপ্রীত বুমরা না থাকা সত্ত্বেও ভারতের বোলিংয়ের প্রশংসা করলেন প্রাক্তন তারকা। তিনি মনে করেন, দুবাইয়ের পিচে ভারতীয় স্পিনারদের খেলতে হিমশিম খাবে পাকিস্তানের ব্যাটাররা। লতিফ বলেন, 'দুই দলের মধ্যে পাকিস্তান দুর্বল। পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও, আগে প্রতিযোগিতা হত। ম্যাচগুলো ফাইনাল ওভার পর্যন্ত গড়াত। বোলিংয়ের জন্য সাফল্য পেত পাকিস্তান। এই ম্যাচটা ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভাবছি না। পাকিস্তানের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। কারণে টুর্নামেন্ট শুরুর আগে অনেক কিছু বলা হয়েছে, লেখালেখি হয়েছে। এইধরনের টুর্নামেন্টে ভুল করার জায়গা কম। যশপ্রীত বুমরা না থাকা সত্ত্বেও ভারতীয় বোলিং শক্তিশালী। তবে স্পিনাররা আধিপত্য বিস্তার করছে। দুবাইয়ের মতো জায়গায় পাকিস্তানের ব্যাটাররা স্পিন সামলাতে হিমসিম খাবে।' মহারণের আগে আগাম ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রাক্তন পাক তারকা।