আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সওয়ালের জন্য লজ্জায় মুখো লুকোলেন বুমরাহ। প্রথম টেস্টের দ্বিতীয় দিন এই ছবি দেখা গেল লিডসে।
অলি পোপের ক্যাচ ফেলেন যশস্বী। তার পরেই দেখা যায় বুমরাহ টুপি দিয়ে মুখ ঢেকেছেন।
দ্বিতীয় দিন ভারতীয় বোলারদের মধ্যে সফল বুমরাহই। কিন্তু তাঁর পাশে কেউ নেই। বুমরাহ একা নিংড়ে দিচ্ছেন। জাক ক্রলি, বেন ডাকেটের পরে জো রুট ভারতীয় বোলারের শিকার।
পোপ সেঞ্চুরি হাঁকান। নটি টেস্টে তিনি পাঁচ বার বুমরাহর শিকার হয়েছিলেন। সেই অলি পোপ শতরান করেন। তিনি যখন ৬০ রানে ব্যাট করছেন, তখন খোঁচা দেন স্লিপে। দ্বিতীয় স্লিপে ছিলেন জয়সওয়াল। তিনি ক্যাচ ফেলেন পোপের।
জীবন ফিরে পেয়ে পোপ তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন। জয়সওয়াল ক্যাচ ফেললেন। উলটে আহতও হলেন।
আগে বুমরাহ সুযোগ তৈরি করেছিলেন। তখন ক্রিজে ছিলেন বেন ডাকেট। বুমরাহর প্রথম স্পেলে রবীন্দ্র জাদেজা সহজ ক্যাচ ফেলেন ডাকেটের। সেই সময়ে ডাকেট ১৫ রানে ব্যাট করছিলেন। ডাকেট ও পোপের ক্যাচ ফেলা ভারতকে ধাক্কা দেয়। তারা ১২৪ রানের পার্টনারশিপ গড়েন।
ওই দুটো ক্যাচ ধরতে পারলে ভারত আরও সুবিধাজনক অবস্থায় থাকতে পারত দ্বিতীয় দিনের শেষে। চা বিরতির পরে বুমরাহ ফিরে এসে বোল্ড করেন ডাকেটকে। দিনের শেষ বেলায় ফেরান রুটকে। শেষের দিকে হ্যারি ব্রুককেও আউট করেছিলেন বুমরাহ। কিন্তু নো বল হওয়ায় সে য়াত্রায় বেঁচে যান ব্রুক।
