আজকাল ওয়েবডেস্ক: কটকের বারাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-তে অনেকদিন পর চেনা মেজাজে দেখা গেল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। ইনিংসের শুরু থেকেই হাত খুলে পেটালেন ইংরেজ বোলারদের। বহুদিন ধরে যে ছন্দের খোঁজে ছিলেন রোহিত তার দেখা মিলল এদিন। তাঁর ব্যাটিংয়ে ফের দেখা মিলল সেই "ভিনটেজ রোহিত শর্মা"-র, যা ম্যাচের শুরু থেকেই স্পষ্ট ছিল তাঁর খেলার ধরনে।
শুরু থেকে বোলারদের উপর চড়াও হয়ে রোহিত খেলায় রেখেছিলেন দলকে। কিছু মিসটাইম শটের পর তিনি নিজের সেরা ছন্দে ফিরে আসেন। দ্রুত দলের পঞ্চাশ পূর্ণ করে ফেলেন তিনি। এদিন ব্যাটিং নিয়ে কতটা সিরিয়াস ছিলেন তিনি তার প্রমাণ মিলল একটা ঘটনায়। ঘটনাটি ঘটে আলোর সমস্যার কারণে খেলা বন্ধ থাকার পর, খেলা পুনরায় শুরু হলে। মাঠের ডি.জে মেশিনে সেই সময় গান চলছিল।
হঠাৎই স্টাম্প মাইকে শোনা যায় রোহিত শর্মা ক্ষুব্ধ হয়ে ডিজে-কে গান বন্ধ করতে বলছেন। তাঁর এই আচরণ মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এদিন ব্যাট হাতে রোহিত শর্মা ছিলেন দুর্দান্ত। ৯০ বলে ১১৯ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং ৭টি বিশাল বিশাল ছয়। ১৩২ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। লিয়াম লিভিংস্টোনের বলে আউট হওয়ার আগে রোহিতের এই ইনিংস ভারতের রান ২০০ পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
