আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ঘূর্ণিঝড় দিতওয়াহর তাণ্ডবে ছারখার হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে এবার মানবিক উদ্যোগ নিল ভারত।
জানা গিয়েছে, আগামী আগস্ট মাসে শ্রীলঙ্কা সফরের সময় অতিরিক্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে সম্মত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে অতিরিক্ত টি-টোয়েন্টি খেলাটাই শুধু নয়।
সূত্র মারফত জানা গিয়েছে, এই টি-টোয়েন্টি থেকে যে পরিমাণ অর্থ আয় হবে তা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ ও পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে।
এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান শাম্মি সিলভা। তিনি জানান, চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত ভারতের শ্রীলঙ্কা সফরের সঙ্গেই এই অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচগুলি যুক্ত করা হবে।
এতে একদিকে যেমন ত্রাণ তহবিল গড়ে তোলা সম্ভব হবে, তেমনই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি নতুন করে গড়ে তোলার প্রক্রিয়ার দিকেও নজর দেওয়া হবে।
সংবাদমাধ্যম ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে শাম্মি সিলভা জানান, এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার প্রতি ভারতের সংহতি ও সহানুভূতিরই প্রতিফলন।
ঘূর্ণিঝড় দিতওয়াহর আঘাতে দেশের একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।
এসএলসি চেয়ারম্যান আরও জানান, এর আগেও ভারত ডিসেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে এসে শুধুমাত্র ত্রাণ তহবিল সংগ্রহের জন্য দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছিল।
তবে সময়ের অভাব, প্রস্তুতির ঘাটতি এবং সম্প্রচারকারী সংস্থার অনুপস্থিতির কারণে সেই সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি। সিলভা বলেন, ‘ডিসেম্বরের শেষে এসে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ত্রাণ তহবিল তোলার বিষয়ে ভারতের আগ্রহ ছিল। কিন্তু সম্প্রচারকারী না থাকায় এবং সময় খুব কম থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি।’
অগাস্টে নির্ধারিত সফরে অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচগুলি আয়োজিত হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেটের আর্থিক দিক যেমন শক্তিশালী হবে, তেমনই ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ত্রাণ ও পুনর্গঠনের কাজের উপর দীর্ঘমেয়াদি নজরদারিও বজায় থাকবে বলে আশাবাদী এসএলসি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৬ সালে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট সূচি ইতিমধ্যেই অত্যন্ত ব্যস্ত। এই বছরটি মূলত তিনটি বড় পর্বে ভাগ করা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ, উপমহাদেশে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং বছরের মাঝামাঝি ইংল্যান্ডে একটি সীমিত ওভারের সফর।
এর বাইরে আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (FTP) অনুযায়ী আরও একাধিক সিরিজ রয়েছে, যেগুলির পূর্ণাঙ্গ সূচি এখনও সংশ্লিষ্ট বোর্ডগুলির কাছ থেকে প্রকাশিত হয়নি।
সবশেষে, ২০২৬ সালের শেষ দিকে ভারত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সীমিত ওভারের সিরিজ দিয়ে বছর শেষ করবে।
