আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে মারাত্মক চোট। শুক্রবার বোর্ডের এক সূত্র জানায়, মধ্যপ্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে বুকের পাঁজর ভাঙে সাই সুদর্শনের। যার ফলে এক মাসের বেশি মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ডান পাঁজরের সপ্তম পাঁজরের হাড় ভেঙেছে। আহমেদাবাদে তামিলনাড়ুর হয়ে ব্যাট করার সময় ডাইভ করে রান নিতে গিয়ে বুকে গুরুতর চোট পান সাই। রঞ্জি ট্রফির বাকি ম্যাচের আগে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা কম। ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে তিনি নেই। তাই ক্ষতিগ্রস্ত হবে না ভারতীয় দল। তবে আইপিএলের আগে সুস্থ হয়ে যাবেন। সুতরাং, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যাবে। 

সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন সুদর্শন। ২৯ ডিসেম্বর থেকে সেখানেই আছেন ২৪ বছরের বাঁ হাতি ব্যাটার। স্ক্যান রিপোর্টে হাড়ে চিড় দেখা গিয়েছে। টুর্নামেন্টের শুরুতে নেট প্র্যাকটিসে একই জায়গায় চোট পেয়েছিলেন সাই। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের রিপোর্ট অনুযায়ী, 'সাইয়ের চিকিৎসা চলছে। তাতে সাড়া দিচ্ছে। শরীরের নিচের দিকে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিং চলছে। ৭-১০ দিন যাওয়ার পর শরীরের ওপরের দিকের ট্রেনিং চালু হবে। ধীরে ধীরে বাকিটা হবে।' এই ধরনের চোট সারতে ছয় থেকে আট সপ্তাহ লাগে। অর্থাৎ, দেড় থেকে দু'মাস মাঠের বাইরে থাকতে হতে পারে সুদর্শনকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন বাঁ হাতি ব্যাটার। কিন্তু কাজে লাগাতে পারেননি। ১১ ইনিংসের মধ্যে ৯টিতেই ব্যর্থ হন। ইংল্যান্ডে মাত্র একটি অর্ধশতরান রয়েছে।