আজকাল ওয়েবডেস্ক: আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন ঋষভ পন্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একাধিক রিপোর্ট জানাচ্ছেন, তাঁর বদলে নেওয়া হতে পারে ঈশান কিষাণকে। ২০১৮ সালের অক্টোবরে একদিনের ক্রিকেটে হাতেখড়ি হয় পন্থের। ৩১টি একদিনের ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচ ২০২৪ সালের আগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে। চলতি বিজয় হাজারে ট্রফিতে ধারাবাহিকতার অভাব রয়েছে তাঁর। তবে ১৮ মাস কোনও একদিনের ম্যাচ না খেলা সত্ত্বেও তাঁকে বাদ পড়তে হলে সেটা অবিচার হবে। শনিবার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা। সেদিনই ভার্চুয়াল বৈঠকে বসার কথা নির্বাচক কমিটির। ঋষভকে নিয়ে জোর আলোচনা হবে। কিন্তু কেন বাদ দেওয়া হতে পারে ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে?
সর্বভারতীয় সংবাদসংস্থার একটি রিপোর্টে জানা যাচ্ছে, পন্থের ঝুঁকিপূর্ণ ক্রিকেট পছন্দ নয় টিম ম্যানেজমেন্টের এক উচ্চপদস্থ কর্তার। সেই রিপোর্টে বলা হয়েছে, 'ভারতীয় টিম ম্যানেজমেন্টের একজন পন্থের ঝুঁকিপূর্ণ ক্রিকেটের পক্ষে নয়। এটা তাঁর পছন্দ নয়। তাঁর থেকে আরও ট্র্যাডিশনাল ব্যাটিং চান তিনি। তবে তাঁকে বাদ দিয়ে আরও একজন উইকেটকিপার ব্যাটারকে বাদ দেওয়া অন্যায় হবে। একাধিক প্রশ্ন উঠবে।' ২০২৫ সালে একটিও একদিনের ম্যাচ খেলেননি পন্থ। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে থাকলেও সুযোগ পাননি। চার নম্বরে নামানো হয় ঋতুরাজ গায়কোয়াড়কে। তিনটে ম্যাচেই বাইরে কাটাতে হয় ঋষভকে।
৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩১টি একদিনের ম্যাচ খেলেছেন পন্থ। একটা সময় সাদা বলের ক্রিকেটে অপরিহার্য ছিলেন। কোভিড আসার আগে ৩০ জুন ২০১৯ থেকে ১৪ জানুয়ারি ২০২০ সালের মধ্যে ১১টি ম্যাচ খেলেন। কোভিড পরবর্তী সময় সেরা ছন্দে ছিলেন। ২০২১-২০২২ মরশুমে ১৫টি একদিনের ম্যাচ খেলেন। এই সময় শতরান ছাড়াও দু'বার ৭৫ রানের বেশি করেন। একবার ৮৫ এর বেশি করেন। তারপরই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। কিন্তু গাড়ি দুর্ঘটনা থেকে ফেরার পর কলম্বোতে মাত্র একটি একদিনের ম্যাচ খেলেন। সেটাই হেড কোচ গৌতম গম্ভীরের প্রথম ম্যাচ ছিল। বিজয় হাজারের চার ম্যাচে মাত্র একটি অর্ধশতরান পন্থের। অন্যদিকে মিডল অর্ডারে ব্যাট করে কর্নাটকের বিরুদ্ধে ওপেনিং ম্যাচে ১৪টি ছক্কা হাঁকান ঈশান কিষাণ। এমনকি ধ্রুব জুরেলও শতরান করেন। শেষ একদিনের সিরিজের দলেও ছিলেন। ১৫ জনের দলে তিনজন উইকেটকিপার রাখা হবে না। একনম্বরে রয়েছেন কেএল রাহুল। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে পন্থকে টেক্কা দিতে পারেন ঈশান কিষাণ।
