আজকাল ওয়েবডেস্ক: সুপার এইটের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করবে ভারত। বৃহস্পতিবার বার্বাডোজে টসে জিতে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। নিউ ইয়র্কের থেকে উইকেট অনেক ভাল। ব্যাটারদের সাহায্য করবে। তাই টসে জেতা মাত্র ব্যাটিং নিতে দ্বিধা করেননি ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'উইকেটে ঘাস নেই। ভাল পিচ। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিচ মন্থর হবে। তবে নিউ ইয়র্কের থেকে উইকেট অনেক ভাল। আমাদের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। যদিও আমরা এখানে অনেক ক্রিকেট খেলেছি। ছেলেরা পরিবেশ এবং পরিস্থিতি জানে। ওয়েস্ট ইন্ডিজে খেলার অনুভূতি আলাদা।' প্রথম তিন ম্যাচে চার পেসার খেলায় ভারত। কিন্তু এদিন দলে একটি পরিবর্তন হয়। বার্বাডোজের পিচ স্পিন সহায়ক। তাই দলে একটা পরিবর্তন করা হয়েছে। মহম্মদ সিরাজের জায়গায় খেলবেন কুলদীপ যাদব। অর্থাৎ আবার রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে বিরাটকে। বার্বাডোজের কেনিস্টন ওভালের পিচ ব্যাটিং সহায়ক। উইকেট পেতে কসরত করতে হবে বোলারদের। অর্থাৎ, বিরাট কোহলির রানে ফেরার আদর্শ মঞ্চ। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে যে দুর্বলতা দেখা গিয়েছিল নিউ ইয়র্কে, সেটা বার্বাডোজে হওয়ার সম্ভাবনা কম। মাঝে নেটে বাঁ হাতি পেসার এবং থ্রো ডাউন স্পেশালিস্টের বিরুদ্ধে লাগাতার প্র্যাকটিস করেন কোহলি। তাঁর ফর্মে ফেরার অপেক্ষায় থাকবে সবাই।
